ফিনল্যান্ডে ছুরি হামলা, নিহত ২

ফিনল্যান্ডের তুরকু শহরে ছুরি নিয়ে হামলায় অন্তত দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 02:36 PM
Updated : 18 August 2017, 04:58 PM

শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার পর এ ঘটনায় পুলিশের গুলিতে আহত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবিসির খবর।

স্পেনের বার্সেলোনায় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়ে ১৪ জনকে হত্যার পর এক দিন পার না হতেই তুরকু শহরের পুটোরি-মার্কেট স্কয়ারে এ ঘটনা ঘটল।

তুরকু বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক পেট্রি ভিরোলানিয়েন সাংবাদিকদের বলেন, ঘটনার পর অন্তত ৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো রাস্তায় লাশ পড়ে থাকতে দেখার খবর দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে দুই জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে ফিনিস পুলিশ।  

তুরকু পুলিশের পক্ষ থেকে এক টুইটে স্থানীয় বাসিন্দাদের শহরের কেন্দ্রস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে।

ঘটনার পর বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাস ও ট্রেনে চলছে পুলিশের তল্লাশি।

প্রধানমন্ত্রী জুহা সিপিলা এক টুইটে জানিয়েছেন, সরকার তুরকুর পরিস্থিতির দিকে নজর রেখেছে এবং চলমান পুলিশি অভিযানের তদারকি করছে।