জেদ্দার আল-বালাদে ৬ ভবনে আগুন

সৌদি আরবের জেদ্দার আল-বালাদ সেন্টারে ছয়টি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 12:44 PM
Updated : 16 August 2017, 12:44 PM

আরব নিউজ জানায়, আগুনের সূত্রপাত হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভবনগুলো থেকে ৬০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কেউ প্রাণ হারায়নি বলে নিশ্চিত করেছেন মক্কা অঞ্চলের সিভিল ডিফেন্স মুখপাত্র কর্নেল সাঈদ সারহান।

মক্কা ও মদিনা শহরের মূল প্রবেশদ্বার আল-বালাদ সেন্টার ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। মক্কা থেকে আল-বালাদ সেন্টারের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার।

আল-বালাদ জেলা মেয়র সামি নাওয়ার বলেন, অগ্নিনির্বাপক বাহিনীর এক ডজনের বেশি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত ১০টা নাগাদ তারা প্রায় ৮০ শতাংশ আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

“প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রাচীন ঐতিহ্যবাহী একটি চারতলা ভবন থেকে আগুনের সূত্রপাত। আগুন সেখান থেকে পাশের দুইটি ভবনে ছড়িয়ে পড়ে। ওই তিনটি ভবনই ধসে পড়েছে। আরও তিনটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছিল।”