ভারতে আসছেন ইভাঙ্কা ট্রাম্প

আন্তর্জাতিক এক উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে আগামী নভেম্বরে ভারতে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।  

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 08:53 PM
Updated : 11 August 2017, 08:53 PM

নারী উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর তিন দিনের এ সম্মেলন হবে ভারতের হায়দ্রাবাদে।

যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় এ সম্মেলনে ইভাঙ্কা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সম্মেলনে চারটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এগুলো হল-  জ্বালানি ও অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিজ্ঞান, অর্থনীতির প্রযুক্তি ও ডিজিটাল ইকনোমি এবং মিডিয়া ও বিনোদন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীদের উদ্ভাবনী জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্ব নিরাপত্তা, উন্নয়ন, সম্ভাবনা ও সমৃদ্ধির ক্ষেত্রে ‘অপরিসীম’ ভূমিকা রাখতে পারে বলে মনে করে ট্রাম্প প্রশাসন।

২০১০ সাল থেকে প্রতিবছর এ সম্মেলন হয়ে এলে এবারই প্রথম তা দক্ষিণ এশিয়ার কোনো দেশে হবে।

বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি নারী উদ্যোক্তা এবং বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।