কেরালায় ডেঙ্গুতে মৃত ২১

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ডেঙ্গু জ্বর ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে, গত তিন সপ্তাহে এতে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ২১ জন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 09:30 AM
Updated : 18 July 2017, 09:30 AM

জ্বর মোকাবেলায় প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যকর্মীর অভাবও আছে বলে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

মশাবাহিত ভাইরাসটিতে মে মাস থেকে এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি লোক আক্রান্ত হওয়ার পর রাজ্য সরকার হাসপাতালগুলোর জন্য নতুন বেড কিনতে বাধ্য হয়েছে, বাতিল হয়েছে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি।

“আমরা এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি; ওষুধ ও স্বাস্থ্যকর্মীর স্বল্পতা থাকায় অবস্থার মোকাবেলায় বেগ পেতে হচ্ছে,” বলেন কেরালার স্বাস্থ্যবিভাগের পরিচালক আর এল সারিতা।

পর্যটকধন্য এই রাজ্যে ৪০ হাজারেরও বেশি মানুষ উচ্চমাত্রার জ্বরে ভুগছে বলে জানান সারিতা; মন্দির ও স্কুলগুলোতে বসানো হয়েছে জরুরি মেডিকেল ক্যাম্প।

সমুদ্রসৈকত, নদীবন্দর ও চা-বাগানের কারণে কেরালা অনেকদিন ধরেই পর্যটকদের পছন্দের স্থান।

সমুদ্রের কাছে হওয়ায় রাজ্যটিতে ঝড়-বৃষ্টি লেগেই থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পর পড়ে থাকা বদ্ধ পানিতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা বংশবৃদ্ধির সুযোগ পায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, গত অর্ধশতকে বিশ্বের উষ্ণমণ্ডলীয় এলাকাগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ৩০ গুণ; এই সময়ের মধ্যে একশরও বেশি দেশে প্রাণঘাতি এই জ্বরে আক্রান্ত হয়েছে অন্তত ১০ কোটি লোক।