মার্কিন বাহিনীকে বিপদগ্রস্ত করার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র বৈরি পদক্ষেপ নিলে আঞ্চলিক মার্কিন বাহিনীর জন্য বিপজ্জনক হয়ে ওঠার হুমকি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 03:18 PM
Updated : 17 July 2017, 03:18 PM

সোমবার এ বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করলে এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে তারা এ অঞ্চলের মার্কিন বাহিনীর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

মার্কিন কর্মকর্তারা এ বছরের প্রথম দিকে জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠনের তকমা দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করে দেখছে।

জুনের মধ্যভাগে ইরানের ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞার পক্ষেও মার্কিন সিনেট ভোট দিয়েছে। বিলটি আইনে পরিণত হতে এখন প্রতিনিধি পরিষদের অনুমোদন পাওয়া এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের অপেক্ষায় আছে।

ইরানের শসস্ত্র বাহিনীর কমান্ডার বাকেরি বলেন, “রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসাবে গণ্য করা এবং নিষেধাজ্ঞা আরোপ করাটা এ অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী এবং মার্কিন ঘাঁটিগুলোর জন্য অনেক বড় ঝুঁকি।”

কিন্তু মার্কিন বাহিনী এবং ঘাঁটিগুলো কি ধরনের ঝুঁকির সম্মুখীন হবে সে ব্যাপারে বাকেরি বিস্তারিত কিছু বলেন নি।