সেই সমকামী মুসলিম তরুণকে এসিড হামলার হুমকি

যুক্তরাজ্যে প্রথম মুসলিম সমকামী বিয়ে করা তরুণ জাহেদ চৌধুরী এসিড হামলার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 11:30 AM
Updated : 17 July 2017, 11:30 AM

ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়ালসালে শহরে সদ্য বিয়ে করেছেন জাহেদ চৌধুরী ও সেয়ান রোগান। রেজিস্ট্রার অফিসে এ বিয়ের পর থেকেই জাহেদ তার মুখে এসিড ছুড়ে মারার হুমকি পাচ্ছেন বলে ইউটিউবে জানিয়েছেন।

বিবিসি’র ‘ভিক্টোরিয়া ডারবিসায়ার শো’ তে জহেদ বলেন, তিনি অনলাইনে এবং রাস্তাতেও এডিস হামলার হুমকি পেয়েছেন।

তবে হুমকির পাশাপাশি অনেকের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন এ যুগল।

জাহেদ বলেন,  বিয়ের অনুষ্ঠানের পর তারা হত্যার হুমকি পেয়েছেন এমনকি রাস্তায়ও হয়রানির শিকার হয়েছেন।

তিনি বলেন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কেউ তাকে হুমকি দিয়ে বলেছে, “পরবর্তীতে তোমাকে রাস্তায় দেখলে আমি এসিড দিয়ে তোমার মুখ ঝলসে দেব।”

জাহেদ আরও বলেন, “আমি রাস্তায় হাঁটার সময় অনেকে আমাকে থুথু দিয়ে শুকর বলে গালি দেন। আরআমি শুধু হেঁটে যাই।

এ ঘটনার ব্যাপারে পুলিশে এখনও কোনও অভিযোগ জানানো হয়নি। তবে জানাবেন কিনা তা ভাবছেন বলে জানিয়েছেন এ যুগল।

সমকামী বিয়ে করে এ বিরূপ পরিস্থিতিতে পড়লেও অনলাইনে অনেক অনুসারীর সমর্থনও পেয়েছেন জানিয়ে জাহেদ বলেন, “আমি মুসলিম পরিবারে বড় হয়েছি এবং কোরআন বলছে, মুসলমানরা সমকামী হতে পারে না। তবে আমি আমার জীবনকে এভাবেই বেছে নিয়েছি। আমি আমার বিশ্বাস থেকে কখনওই সরব না।”

আগে আত্মহত্যার চেষ্টা করলেও জাহেদ তার সমকামিতার কথা প্রকাশ করার পর থেকে পরিবারের সমর্থন পেয়েছেন বলে জানান।

তিনি ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন যার ভিউয়ার সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। এর মাধ্যমে অনলাইনে সমকামীদের সমর্থন দিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জাহেদ।