‘উ. কোরিয়ার বোমা তৈরির আরও জ্বালানি থাকতে পারে’

উত্তর কোরিয়ার হাতে পারমাণবিক বোমা তৈরির উপযোগী আরও সমৃদ্ধ প্লুটোনিয়াম থাকতে পারে। যা দিয়ে তারা পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াতে পারে।

>>রয়টার্স
Published : 14 July 2017, 05:19 PM
Updated : 14 July 2017, 05:19 PM

যুক্তরাষ্ট্রের একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান শুক্রবার একথা বলেছে।

ওয়াশিংটন-ভিত্তিক উত্তর কোরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ প্রকল্প ৩৮ নর্থ সেপ্টেম্বর থেকে জুনের শেষ নাগাদ পিয়ংইয়ংয়ের ইয়ংবেয়ন পারমাণবিক কেন্দ্রের রেডিওকেমিক্যাল ল্যাবরাটরির স্যাটেলাইট ছবির ভিত্তিতে বিষয়টি বিশ্লেষণ করেছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ৩৮ নর্থ একথা জানাল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইয়ংবেয়নে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ছবিতেও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়াতে সেন্ট্রিফিউজের কাজ চলার আভাস থাকতে পারে। সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির জ্বালানির আরেক উৎস।

উত্তর কোরিয়া ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম ব্যবহার করে এটম বোমা বানায় এবং তারা ৫ টি পারমাণবিক বোমা পরীক্ষাও করেছে। কর্মকর্তারা বলছেন, ছয় নম্বর পরীক্ষাটিও তারা যে কোনও সময়ই চালাতে পারে।

উত্তর কোরিয়ার এ কর্মসূচি বন্ধের আন্তর্জাতিক প্রচেষ্টা উপেক্ষা করে দেশটি একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।