জেরুজালেমের কাছে হামলায় ইসরায়েলি পুলিশ নিহত

জেরুজালেমের কাছে বন্দুকধারীদের গুলিতে দুই ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 03:03 PM
Updated : 14 July 2017, 03:03 PM

জেরুজালেমের পবিত্র স্থান হারাম ই-শরীফ/টেম্পল মাউন্টের কাছে সকাল ৭ টার দিকে তিন ফিলিস্তিনি বংশোদ্ভুত ইসরায়েলি এ হামলা চালায়। পুলিশ হামলাকারীদের ‍পিছু ধাওয়া করে তাদেরকে গুলি করে হত্যা করে।

হামলার কয়েক ঘন্টা পরই গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান ইসরায়েলের পুলিশ প্রধান রনি আলসেইচ।

নিহত দুই কর্মকর্তার একজনের নাম হায়েল সাথাওয়ি (৩০) এবং অপরজন কামিল স্নান (২২)।

পুলিশ জানায়, তিন হামলাকারী ইসরায়েলি আরব শহর উম আল-ফাম এর বাসিন্দা। তারা ঘরে তৈরি কার্লো মেশিনগান এবং পিস্তল নিয়ে হামলা চালায়।

টেম্পল মাউন্টের প্রবেশপথের কাছে তারা পুলিশের ওপর গুলি ছোড়ে। পরে পুলিশও তাদের পাল্টা ধাওয়া করে গুলি ছোড়ে। দু’পক্ষে কিছুক্ষণের গুলিবিনিময়ের পর তিন হামলাকারী নিহত হয়।