ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় মৃত ৪০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছে বহু মানুষ।

>>রয়টার্স
Published : 13 July 2017, 01:02 PM
Updated : 13 July 2017, 01:02 PM

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে অধিকাংশ ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের জমি।

বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৫ লাখ মানুষ। তিনশ’ টি ত্রাণশিবিরে আশ্রয় খুঁজছে হাজার হাজার মানুষ। তাদের দুর্দশায় সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে শিবিরগুলোতে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আসামের কাজিরঙ্গা জাতীয় পার্কে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণীদেরকেও বাঁচানোর চেষ্টা চলছে।

পার্কটির ৯০ শতাংশই পানির নিচে চলে গেছে বলে জানিয়েছেন আসামের বনমন্ত্রী প্রমিলা রানি।

প্রচণ্ড বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র নদীর পানি তীর ছপিয়ে এ বন্যা দেখা দিয়েছে। এ সপ্তাহের শেষ নাগাদ নদীটির পানি বাড়তে থাকবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় ওয়াটার কমিশন।