ভার্জিনিয়ায় মুসলিম কিশোরীর লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় ১৭ বছর বয়সী এক মুসলিম নারীর মৃতদেহ খুঁজে পেয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 01:44 PM
Updated : 19 June 2017, 01:44 PM

এটিকে ‘হেইট ক্রাইম’ বা ঘৃণাজনিত অপরাধের আরেকটি ঘটনা বলেই মনে করা হচ্ছে।

ভার্জিনিয়ায় একটি মসজিদ থেকে বেরোনোর পর নাব্রা হুসেইন নামের ওই কিশোরী খুন হওয়ার আগে অপহৃত হয়েছে এবং মারধরেরও শিকার হয়েছে।

পুলিশ বলছে, নাব্রা তার সঙ্গীসাথীদের নিয়ে স্থানীয় একটি রেস্তোঁরার কাছ দিয়ে হাঁটছিলেন। এ সময় হার্নডন নামের এক গাড়িচালকের সঙ্গে তাদের বিরোধ বাধে।

ওই চালকই গাড়ি থেকে নেমে এসে নাব্রার ওপর চড়াও হয়। এ সময় তার সঙ্গীসাথীরা নিরাপত্তার জন্য কাছাকাছি একটি মসজিদের দিকে দৌড়ে যাওয়ার পর নাব্রার আর কোনও খোঁজ পায়নি বলে জানিয়েছে।

হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২২ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে।

ওই কিশোরীর ওপর হামলার কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনাটি ‘হেইট ক্রাইম’ হতে পারে ধরে নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানানো হয়েছে কয়েকটি প্রতিবেদনে।

ঘটনার পর পুলিশ অনুসন্ধান অভিযান চালানোর সময় এলাকাটিতে সন্দেহজনকভাবে একটি গাড়ি চলতে দেখে থামায় এবং ডারউইন মার্টিনেজ নামের এক চালককে পুলিশ হেফাজতে নেয়।

এরপর ঘটনাস্থল থেকে তিন মাইল দুরের একটি পুকুর থেকে পুলিশ কিশোরীটির মৃতদেহ খুঁজে পায়।

মৃত্যুর কারণ কি তা জানতে এবং লাশের পরিচয় নিশ্চিত হতে মৃতদেহটির ময়না তদন্ত করা হবে।