চীনা বিমানে তীব্র ঝাঁকুনিতে ২৬ যাত্রী আহত

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে চীন যাওয়ার পথে আকাশে তীব্রঝাঁকুনি বা টারবুলেন্সের কবলে পড়া চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের অন্তত ২৬ যাত্রী আহত হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 12:46 PM
Updated : 18 June 2017, 12:47 PM

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, রোববার ফ্লাইট এমইউ৭৭৪ ইউনান প্রদেশের কুনমিং যাচ্ছিল। ১০ মিনিটের বেশি সময় ধরে চলা টারবুলেন্সে উড়োজাহাজটি দুইবার তীব্র ঝাঁকুনি এবং অনেকবার ছোট ছোট ঝাঁকুনি দেয়।

টারবুলেন্সের কারণে যাত্রীদের হাড় ভেঙ্গে গেছে, মাথা কেটে গেছে বা কারো কারো শরীরে আঘাতের কারণে কালশিরা পড়ে গেছে। তাদের মধ্যে চার জনের আঘাত গুরুতর।

দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটির একজন যাত্রী চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে লেখেন, “আমি ওই ফ্লাইটে ছিলাম। আমরা মনে হয়েছিল, আমি মারা যাব।”

“অনেক মানুষ আঘাত পেয়েছে। তাদের অনেকেরই ঘটনার সময় সিটবেল্ট বাঁধা ছিল না।”

টারবুলেন্সের সময় অনেক যাত্রীর মাথা ও কাঁধ লাগেজ রাখার র‌্যাকের সঙ্গে বাড়ি খায়। তীব্র সংঘর্ষে বেশ কয়েকটি লাগেজ র‌্যাক ভেঙ্গে যায়  এবং সেখান থেকে লাগেজ বেরিয়ে যাত্রীর আঘাত করে।

তবে শেষ পর্যন্ত এ৩৩০ উড়োজাহাজটি যথা সময়ে নিরাপদে কুনমিং অবতরণ করেছে।

মাত্র এক সপ্তাহ আগে চীনা বিমানকোম্পানিটির সিডনি থেকে সাংহাইগামী একটি বিমান উড্ডয়নের একঘণ্টা পর ইঞ্জিনে গর্তের কারণে আবারও সিডনি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।