মিশরে পাবলিক প্রসিকিউটর হত্যা, ৩০ জনের মৃত্যুদণ্ড

মিশরে পাবলিক প্রসিকিউটর হত্যা মামলায় দোষী সাব্যস্ত ৩০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে কায়রোর একটি আদালত।

>>রয়টার্স
Published : 17 June 2017, 12:40 PM
Updated : 17 June 2017, 12:40 PM

বার্তা সংস্থা রায়টার্স জানায়, অনুমোদনের জন্য এখন এই রায় দেশটির শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির কাছে পাঠানো হবে।

তাদের মতের ভিত্তিতে ২২ জুলাই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। যদিও চূড়ান্ত রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে।

২০১৫ সালের জুনে তৎকালীন পাবলিক প্রসিকিউটর হিশাম বারাকাত কায়রো যাওয়ার পথে তার গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়।

মুসলিম ব্রাদারহুড এবং গাজা ভিত্তিক হামাস বাহিনী ওই হামলা চালিয়েছে বলে দাবি মিশর সরকারের।

যদিও মুসলিম ব্রাদারহুড এবং হামাস উভয়ই ওই অভিযোগ অস্বীকার করেছে।

শনিবার রায় ঘোষণার সময় বিচারক হাসান ফরিদ বলেন, “দুর্নীতিবাজ এবং শয়তানের কাপুরুষ বাহিনী ভাড়াটে খুনিদের দিয়ে পাবলিক প্রসিকিউটর হিশাম বারাকাতকে গুপ্ত হত্যার নিষ্ঠুর চক্রান্ত করে। বেআইনী দলটি শুধু নিরীহ মানুষের রক্ত ঝরাতে পারে।”

মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে এদিন ১৫ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।