স্নায়বিক বৈকল্য থেকে চীনের নার্সারি স্কুলে যুবকের হামলা

চীনের জিয়াংশু প্রদেশে একটি নার্সারি স্কুলে বৃহস্পতিবারের বিস্ফোরণটি ঘটিয়েছিল ২২ বছরের এক যুবক। তার স্নায়বিক সমস্যা ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2017, 05:39 PM
Updated : 16 June 2017, 05:39 PM

সুঝোউ শহরের ওই স্কুলটিতে অভিভাবকরা তাদের সন্তনদেরকে নিতে আসার সময় প্রবেশপথের কাছে ওই বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ৬৫ জন আহত হয়।

প্রাথমিকভাবে বিস্ফোরণ কি কারণে ঘটেছে তা জানা না গেলেও পরে ঘটনা তদন্ত করে পুলিশ এটিকে ‘অপরাধমূলক তৎপরতা’ হিসাবেই চিহ্নিত করেছে।

টেলিভিশনে এক সংবাদ ব্রিফিংয়ে ২২ বছরের ওই যুবকের নাম সু বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় সে নিজেও নিহত হয়।

হামলাকারী যে বাড়িতে ভাড়া থাকত সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ বোমা তৈরির সরঞ্জাম খুঁজে পেয়েছে। তার বাড়ির দেয়ালে দেয়ালেও লেখা ছিল ‘মৃত্যু’, ‘হত্যা’, ধ্বংস শব্দগুলো।

চায়না সেন্ট্রাল টেলিভিশ জানায়, স্নায়বিক সমস্যার কারণে সু কে তার স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর সে ওই কিন্টারগার্টেন স্কুলটির কাছে একটি বাসা ভাড়া করেছিল।

তদন্তকারীরা বলছেন, স্কুলের প্রবেশপথে ঘরে তৈরি বোমা দিয়েই বিস্ফোরণটি ঘটানো হয়েছিল।