ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে জনগণ

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে।

>>রয়টার্স
Published : 19 May 2017, 03:07 PM
Updated : 19 May 2017, 03:07 PM

প্রেসিডেন্ট হাসান রুহানি এ নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মধ্যপন্থি হাসান রুহানি ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির কারিগর। নির্বাচনে তিনি অপর তিন প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন।

এর মধ্যে রুহানির প্রধান প্রতিপক্ষ হিসাবে দেখা হচ্ছে কট্টরপন্থি ইব্রাহিম রায়িসিকে। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সাবেক কৌঁসুলি ছিলেন।

নির্বাচনে কোনও প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী সপ্তাহে দ্বিতীয় দফা ভোট হবে।

১৯৮৫ সাল থেকে ইরানের সব ক্ষমতাসীন প্রেসিডেন্টই পুনর্নির্বাচিত হয়েছেন। ওই সময় আয়াতুল্লাহ খামেনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন।

এবারের নির্বাচনে ভোট গ্রহণ শুরুর কয়েক মিনিট পরই ভোট দেন খামেনি। গুরুত্বপূর্ণ এ নির্বাচনে সবাইকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এর একঘন্টা পরই ভোট দেন প্রেসিডেন্ট রুহানি।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৬৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৬টায় ভোটগ্রহণ শেষ হবে।

তবে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ করা না গেলে প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভোটের আগাম ফল শনিবার পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।