নিউ ইয়র্কে পথচারীদের উপর গাড়ি, নিহত ১

নিউ ইয়র্ক শহরের ব্যস্ততম এলাকা টাইমস স্কয়ারে একটি দ্রুত গতির গাড়ি পথচারীদের উপরে উঠিয়ে দেওয়ায় একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 04:54 PM
Updated : 18 May 2017, 06:07 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

চালককে আটক করা হয়েছে। এটি কোনো সন্ত্রাসী কাজ নয় বলে ধারণা করছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলছে, গাড়ি চালক হয় মাতাল ছিলেন অথবা মাদক নিয়েছিলেন। এর আগেও মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

ম্যানহাটনের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ার দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষের চলাচল, যাদের মধ্যে একটি বড় সংখ্যা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া পর্যটকরা।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, গাড়িটি নিয়ম ভেঙে চলার এক পর্যায়ে ফুটপাতে উঠে পথচারীদের ধাক্কা দেয়।

“সবাই দৌড়াচ্ছিল, নিজের জীবন বাঁচাতে চাইছিল,” স্থানীয় সিবিএস টেলিভিশনকে বলেন একজন প্রত্যক্ষদর্শী।