আরকান'সতে এক যুগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১ টা ৫৬ মিনিটে লিডেল লির (৫১) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

>>রয়টার্স
Published : 21 April 2017, 07:00 AM
Updated : 21 April 2017, 08:00 AM

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের শাস্তির ভবিষ্যৎ প্রশ্নে দীর্ঘ আইনী লড়াইয়ের পর আরকান'সতে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

১৯৯৩ সালে লোহারদণ্ড দিয়ে পিটিয়ে ডেবরা রিস নামে এক নারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন লি।

আরকান'স কারা কর্তৃপক্ষ ৩০ এপ্রিলের মধ্যে এই আট অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা করেছে। এরই মধ্যে একজনের মৃতুদণ্ড কার্যকর হয়েছে। ছবি: রয়টার্স

লির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর রিসের স্বজনরা গণমাধ্যমকে বলেন, লি যে অপরাধ করছে সেটার জন্য তার মৃত্যুদণ্ড প্রাপ্য ছিল।

আগামী ১০ দিনের মধ্যে আরও সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা করেছে আরকান'স কারা কর্তৃপক্ষ।

১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের শাস্তি পুনর্বহাল করার পর দেশটির কোনো প্রদেশে এত কম সময়ে এতজনের মৃত্যুদণ্ডের পরিকল্পনা এটাই প্রথম।