অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হচ্ছে

অভিবাসন প্রক্রিয়ায় বড় ধরনের রদবদল ঘটিয়ে নাগরিকত্ব পাওয়া আরও কঠিন করছে অস্ট্রেলিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 01:17 PM
Updated : 20 April 2017, 01:18 PM

নাগরিকত্বের জন্য আবেদনকারীদেরকে এখন থেকে ইংরেজি ভাষা দক্ষতার কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং ‘অস্ট্রেলিয়ার মূল্যবোধ’ সমুন্নত রাখার সক্ষমতাও প্রমাণ করতে হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল একথা জানিয়েছেন।

অন্যান্য শর্তের মধ্যে আবেদনকারীদেরকে অস্ট্রেলিয়ায় ৪ বছর স্থায়ী অধিবাসী হিসাবে থাকতেই হবে। এখনকার নিয়মের তুলনায় যা তিনবছর বেশি।

নতুন করে যারা নাগরিকত্বের আবেদন করবে তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে সরকার।

বিদেশ থেকে চাকরি নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার ভিসার ওপর কড়াকড়ির দু’দিন পরই এবার নাগরিকত্ব নিয়ে এ কড়াকড়ি আরোপ করল দেশটি।

প্রধানমন্ত্রী টার্নবুল বলেছেন, এ সমস্ত পরিবর্তনের ফলে অস্ট্রেলিয়া সম্প্রদায়ের সঙ্গে অভিবাসীদের আরও বেশি একাত্মতা গড়ে ওঠার নিশ্চয়তা পাওয়া যাবে।

তিনি বলেন, “আমাদের অস্ট্রেলিয়ার মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার বিষয়টি অভিবাসীদের উপলব্ধি করতে পারাটা গুরুত্বপূর্ণ ব্যাপার।”

অস্ট্রেলিয়ার এ মূল্যবোধগুলোর ব্যাখ্যা দিয়ে টার্নবুল বলেন, অভিবাসীদেরকে অবশ্যই ধর্মীয় স্বাধীনতা এবং নারী-পুরুষ সমতাকে সমর্থন করতে হবে। নারী ও শিশুদের প্রতি সম্মান দেখাতে হবে... যেটি অস্ট্রেলিয়ার আরেকটি প্রধান মূল্যবোধ।

তাছাড়া, দেশে সহিংসতা কোনওভাবেই সহ্য করা হবে না বলেও জানিয়ে দেন টার্নবুল।