পাকিস্তানে ‘নিখোঁজ’ আলেমরা সোমবার দিল্লি ফিরবেন

পাকিস্তানে ‘নিখোঁজ’ ভারতীয় দুই সুফি আলেম নিরাপদে আছেন এবং সোমবার দিল্লি ফিরবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 02:55 PM
Updated : 19 March 2017, 03:23 PM

রোববার সকালে এক টুইটে সুষমা বলেন, “করাচি থেকে সৈয়দ নিজাম আলি নিজামি এই মাত্র আমার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, তারা নিরাপদে আছেন এবং আগামীকাল দিল্লি ফিরবেন।” 

এনডিটিভি’র খবরে বলা হয়, দিল্লির নিজামুদ্দিন দরগাহর প্রধান আলেম আসিফ আলি নিজামি (৮০) ও তার ভ্রাতুষ্পুত্র সৈয়দ নিজাম আলি নিজামি (৬০) ৮ মার্চ পাকিস্তান সফরে যান।

গত ১৫ মার্চ প্রথমে নিজাম আলি লাহোর বিমানবন্দর থেকে এবং আসিফ আলি করাচি বিমানবন্দর থেকে নিখোঁজ হন বলে দাবি করেন আসিফ আলির ছেলে সাজিদ আলি নিজামি।

তাদের মোবাইল ফোনও বন্ধ বলে জানান সাজিদ।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে দ্রুত যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা।

পাকিস্তানের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, দুই ভারতীয় আলেম ‘সিন্ধু প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছিলেন। যেখানে নেটওয়ার্ক নেই’। যে কারণে তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

পাকিস্তান পুলিশ জানায়, নাজিমাবাদে পৌঁছানোর পর আবারও তাদের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে।