জার্মানিতে এরদোয়ানের বিরুদ্ধে কুর্দিদের বিক্ষোভ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে তুর্কি কুর্দিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 01:56 PM
Updated : 19 March 2017, 04:24 PM

বিবিসি’র খবরে বলা হয়, কুর্দি নববর্ষের একদিন আগে ওই বিক্ষোভে গোটা জার্মানি থেকে প্রায় ৩০ হাজার কুর্দি অংশ নেয়।

২১ মার্চ কুর্দি নববর্ষের প্রথম দিন, স্থানীয়ভাবে যা নওরোজ বলে পরিচিত।

বিক্ষোভকারীরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধন নিয়ে ১৬ এপ্রিলের গণভোটে তুরস্কের নাগরিকদের ‘না ভোট’ দেওয়ার আহ্বান জানান।

ফ্রাঙ্কফুর্ট পুলিশের একজন মুখপাত্র জানান, শনিবারের ওই সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

অনেকের হাতে নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) ব্যানার ছিল। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র উভয়ই পিকেকে কে সন্ত্রাসীদের সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

তিন দশকের বেশি সময় ধরে তুরস্কের সেনাবাহিনীর সঙ্গে পিকেকে যোদ্ধাদের লড়াই চলছে।

 তুরস্ক সরকার ওই বিক্ষোভ আয়োজনকে ‘অগ্রহণযোগ্য’ বলে সমোলোচনা করে এবং বিক্ষোভ আয়োজনের অনুমতি দিয়ে জার্মান সরকার ‘ভণ্ডামি’ করেছে বলে অভিযোগ করে।

দুই সপ্তাহ আগে তুরস্কের মন্ত্রীরা গণভোটে নিজেদের পক্ষের প্রচার চালাতে জার্মানিতে সমাবেশের আয়োজন করতে চেয়েছিল। কিন্তু জার্মান সরকার তাদের বাধা দেয়।

এক বিবৃতিতে এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম খালিন বলেন, “পিকেকে-র প্রতীক দেখা এবং স্লোগান অগ্রহণযোগ্য…যেখানে তুরস্কের মন্ত্রী ও এমপিদের তাদের নিজ দেশের নাগরিকদের সঙ্গে বৈঠক করতে বাধা দেওয়া হয়েছে।”

“আমরা আবারও ইউরোপের দেশগুলোকে মনে করিয়ে দিতে চাই: ১৬ এপ্রিলের গণভোটের ফল তুরস্কের নাগরিকরা বেছে নেবে, ইউরোপের নাগরিকরা নয়।”

জার্মানিতে বসবাস করা প্রায় ১৪ লাখ তুর্কি এপ্রিলের গণভোটে ভোট দেবে।