মামলায় দোষী সাব্যস্ত হংকংয়ের সাবেক নেতা

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হংকংয়ের সাবেক প্রধান নির্বাহী ডোনাল্ড স্যাং দোষী সাব্যস্ত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 04:46 PM
Updated : 17 Feb 2017, 05:36 PM

স্যাংই হংকংয়ের প্রথম নেতা ‍যিনি অপরাধ মামলার বিচারে দোষী সাব্যস্ত হলেন।

বিবিসি জানায়, ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত হংকংয়ের নেতৃত্ব দেওয়া সাংয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির তিনটি মামলা হয়েছে।

শুক্রবার হাইকোর্ট স্যাং দায়িত্বে থাককালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। এজন্য তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।

তবে ক্ষমতার অপব্যবহারের দ্বিতীয় মামলায় তিনি খালাস পেয়েছেন এবং ঘুষ গ্রহণের তৃতীয় একটি মামলায় জুরিরা এখনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি।

স্যাংয়ের বিরুদ্ধে অভিযোগগুলোর অন্যতম হল, তিনি ওয়েব মিডিয়া নামে একটি ব্রডকাস্ট কোম্পানির শেয়ারহোল্ডারের মাধ্যমে চীনের মূলভূখণ্ডে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। তার আমলেই লাইসেন্স পায় ওয়েব মিডিয়া।

এছাড়া, তিনি বিনাপয়সায় ওই অ্যাপার্টমেন্টের পুনসজ্জা করিয়েছেন এবং পরে এর ইন্টেরিয়র ডিজাইনারকে একটি সরকারি সম্মাননার জন্য মনোনয়ন দিয়েছেন।

দুইদিনের শুনানির পর সাংয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিললেও ডিজাইনারকে নিয়ে ওঠা অভিযোগের প্রমাণ মেলেনি। 

এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৪ সালে  স্যাংয়ের ডেপুটি সাবেক মহাসচিব রায়ায়েল হুইয়ের কারাদণ্ড হয়।