যুক্তরাষ্ট্রের নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ অশোভন: রাশিয়া
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2016 10:04 PM BdST Updated: 16 Dec 2016 10:04 PM BdST
-
হিলারির প্রচার শিবিরের প্রধান জন পোডেস্টার ইমেইল হ্যাকড হয় এবং ইউকিলিক্সে পোস্ট হয়।
যুক্তরাষ্ট্র কোনও ধরনের প্রমাণ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে ডেমোক্র্যাটিক পার্টি ও হিলারি ক্লিন্টনের একজন শীর্ষ সহযোগীর ইমেইল হ্যাক করার যে অভিযোগ করছে তা ‘অশোভন’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেন, “ তাদের (যুক্তরাষ্ট্র) হয় এ বিষয়ে কথা বলা বন্ধ করা, নয়ত শেষ পর্যন্ত এর কিছু প্রমাণ দেওয়া উচিত।”
ওদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ক্রেমলিন সংশ্লিষ্ট রুশ হ্যাকাররা যে ইমেইল হ্যাক হওয়ার পেছনে জড়িত সে বিষয়ে তাদের কাছে প্রচুর প্রমাণ আছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেন, এ সাইবার হামলার পেছনে স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘জড়িত’।
এর কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের সরকারি বেতার নেটওয়ার্ক এনপিআর এ ওবামা বলেন, “আমাদের নির্বাচনের শুদ্ধতার ওপর যখন কোনও বিদেশি সরকার প্রভাব খাটানোর চেষ্টা করবে, তখন আমাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এবং আমরা তা নেব এ ব্যাপারে সন্দেহের কোনও অবকাশ নেই বলেই আমি মনে করি। যথা সময়ে যথাস্থানে আমাদের বিবেচনাতেই তা নেব।”
“এর কিছু স্পষ্ট এবং প্রকাশ্য হতে পারে, কিছু হয়ত স্পষ্ট হবে না। এ বিষয়ে আমার কী মত তা পুতিন খুব ভালোভাবেই অবগত আছেন। কারণ, আমি তার সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা বলেছি।”
২০ জানুয়ারি প্রেসিডেন্ট ওবামার মেয়াদ শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে তিনি কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
যদিও রুশ কর্তৃপক্ষ হ্যাকিংয়ের অভিযোগ জোর গলায় অস্বীকার করেছে। রাশিয়ার অবৈধ হস্তক্ষেপের উদ্দেশ্য ছিল ট্রাম্পকে জেতানো- একথা বলে গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের প্রতিবেদনের সমাপ্তি টানে। যদিও এ সংক্রান্ত কোনও প্রমাণ এখনও তারা প্রকাশ করেনি।
রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে জেতাতে রুশ হ্যাকারদের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিয়ে সিআইএ’র দাবিকে ‘উদ্ভট’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলে বর্ণনা করেছেন।
অক্টোবর ও নভেম্বরে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারির প্রচার শিবিরের প্রধান ছিলেন জন পোডেস্টা, যার ইমেইল হ্যাকড হওয়ার খবর পরে প্রকাশ পায়।
বৃহস্পতিবার পোডেস্টা রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগ নিয়ে গোয়েন্দা সংস্থা এফবিআই’য়ের প্রতিক্রিয়ার সমালোচনা করে ওয়াশিংটন পোস্টে এক কলামে লেখেন, “হিলারির নিষ্পত্তি হয়ে যাওয়া ইমেইল কাণ্ড নিয়ে এফবিআই যেভাবে নতুন করে জোর প্রতিক্রিয়া দেখিয়েছিল সেই তুলনায় একটি জাতীয় নির্বাচন ভণ্ডুল করার রাশিয়ার খুবই বাস্তব পরিকল্পনার অভিযোগে তাদের প্রতিক্রিয়া আপাতদৃষ্টিতে খুবই ঢিলেঢালা। এতেই বোঝা যাচ্ছে, এইবিআই’তে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে।
-
মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি
-
আফগান যুদ্ধের ২০ বছর: এর কী দরকার ছিল?
-
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরল ৩ নভোচারী
-
সৌদি আরবের বাদশা খালেদ বিমান ঘাঁটিতে হামলার দাবি হুতিদের
-
আসিয়ান সম্মেলনে ‘যোগ দেবেন’ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং
-
নাতাঞ্জে নাশকতা: ‘দায়ীকে’ শনাক্তের দাবি ইরানি গণমাধ্যমের
-
কোভিড-১৯: একদিনে রেকর্ড ১,৩৪১ মৃত্যু দেখল ভারত
-
কিউবায় কাস্ত্রোযুগের অবসান, নেতৃত্ব ছাড়ছেন রাউল
-
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরল ৩ নভোচারী
-
সৌদি আরবের বাদশা খালেদ বিমান ঘাঁটিতে হামলার দাবি হুতিদের
-
মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি
-
মহামারীতে বিশ্বজুড়ে মৃত্যু ছাড়াল ৩০ লাখ: জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
-
নাতাঞ্জে নাশকতা: ‘দায়ীকে’ শনাক্তের দাবি ইরানি গণমাধ্যমের
-
আসিয়ান সম্মেলনে ‘যোগ দেবেন’ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং
সর্বাধিক পঠিত
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- কোভিড-১৯: লকডাউনের ‘কড়াকড়িতে’ এক মাসের সর্বনিম্ন পরীক্ষা
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কিংবদন্তী অভিনেত্রী কবরীর চিরবিদায়
- করোনাভাইরাস: দেশে দ্বিতীয় দিনের মত শতাধিক মৃত্যু