এক্সন মোবিলের সিইও ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2016 08:31 PM BdST Updated: 13 Dec 2016 08:31 PM BdST
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী পদে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি এক্সন মোবিলের প্রধান রেক্স টিলারসনের নাম ঘোষণা করেছেন।
টিলারসনের প্রশংসা করে ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে তিনি একজন সফল ব্যক্তি, যার একটি আন্তজার্তিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
মঙ্গলবার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণায় ট্রাম্প বলেন, “আমেরিকার জাতীয় স্বার্থের পক্ষে টিলারসন হবেন একজন স্বচ্ছ দৃষ্টির প্রতিনিধি। বছরের পর বছর ধরে চলে আসা ভ্রান্ত পররাষ্ট্রনীতি এবং যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তাকে দুর্বল করে দেওয়ার মত পদক্ষেপের ক্ষতি কাটাতেও তিনি জোরালো ভূমিকা রাখতে পারবেন।”
টিলারসন বলেছেন, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা ফেরাতে এবং আমেরিকার নিরাপত্তারে জন্য ট্রাম্পের দর্শনের সঙ্গে একমত তিনি।
বিবিসি লিখেছে, ৬৪ বছর বয়সী টিলারসন এক্সন মোবিলের হয়ে যুক্তরাষ্ট্র ছাড়াও ইয়েমেন ও রাশিয়ায় কাজ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্যও তিনি পরিচিত।
টেক্সাস থেকে আসা টিলারসনকে ২০১৩ সালে অর্ডার অব ফ্রেইন্ডশিপ সম্মাননা দিয়েছিল ক্রেমলিন।
ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সিনেটর জন ম্যাককিনও সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে টিলারসনের পুতিন যোগাযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে পেশাজীবন শুরু করা টিলারসন তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় এক্সন মোবিলেই কাটিয়েছেন। ২০০৬ সালে তিনি কোম্পানির শীর্ষ পদে উঠে আসেন। আগামী বছর তার অবসরে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
টিলারসনের সময়েই এক্সনের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রসনেফটের কয়েক বিলিয়ন ডলারের চুক্তি হয়। ক্রাইমিয়া নিয়ে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধেরও বিরোধিতা করেছিলেন টিলারসন।
বিবিসি লিখেছে, এক্সনের বিরুদ্ধে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়টি গোপন করার চেষ্টার অভিযোগ থাকলেও টিলারসন নিজে জলবায়ু পরিবর্তনের বিপদের কথা স্বীকার করেছেন।
রিপাবলিকান পার্টির তহবিল যোগানো টিলারসন নির্বাচনের মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে প্রাথমিকভাবে জেব বুশকে সমর্থন দিয়েছিলেন বলে ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে।
-
হোয়াইট হাউজ ছেড়েছেন ট্রাম্প
-
যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
-
ট্রাম্পের বিদায় অনুষ্ঠানে থাকবেন না পেন্স
-
বাবার বিদায়ের আগে বাগদান সারলেন ট্রাম্পকন্যা টিফানি
-
রাজপরিবারের সমালোচনা, থাই নারীর ৪৩ বছরের জেল
-
দায়িত্ব ছাড়ার আগে ব্যাননকেও ক্ষমা করলেন ট্রাম্প
-
বাইডেনকে ইরান পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান রুহানির
-
কোভিড: অভিষেকের আগে ৪ লাখ আমেরিকানকে স্মরণ বাইডেনের
সর্বাধিক পঠিত
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
- বিশ্বকাপের পথে মূল মন্ত্র ‘বাংলাদেশি ব্র্যান্ড’
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫