গুগল ম্যাপে ট্রাম্প টাওয়ার যখন ‘ডাম্প টাওয়ার’

গুগল ম্যাপে কেউ একজন ম্যানহাটনে থাকা ট্রাম্প টাওয়ারের নাম পাল্টে ‘ডাম্প টাওয়ার’ বসিয়ে দিয়েছিলেন। তবে তা খুব বেশি সময় থাকেনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2016, 07:57 AM
Updated : 28 Nov 2016, 07:57 AM

এনডিটিভি বলছে, ম্যাপিং সার্ভিস ব্যবহারকারীরা বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছিলেন।

শনিবার একজন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি তুলে ধলে এর বিরুদ্ধে রিপোর্ট করার আহ্বান জানিয়েছিলেন।

ট্রাম্প টাওয়ার। ছবি: রয়টার্স

রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ডোনাল্ড ট্রাম্প তার ট্রাম্প টাওয়ারকে সাময়িক সদরদপ্তর হিসেবে ব্যবহার করেছিলেন।

গুগলের মুখপাত্র জানিয়েছেন, তার প্রতিষ্ঠান ইতিমধ্যে নামটি পরিবর্তন করে পূর্বের নাম বহাল করেছে।

তিনি আরো বলেন, ম্যাপ আপডেট রাখার জন্য ব্যবহারকারীদের সহায়তা গ্রহণ করা হয়। তবে কখনো কখনো তা ভুলও হয়।