ভোট পুনর্গণনায় যোগ দিচ্ছে হিলারি শিবির
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2016 02:15 PM BdST Updated: 27 Nov 2016 02:36 PM BdST
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনায় হিলারি ক্লিনটন শিবির যোগ দিচ্ছে বলে জানিয়েছেন শিবিরের এক আইনজীবী।
গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন প্রাথমিকভাবে উইসকনসিন রাজ্যের ভোট পুনর্গণনার অনুরোধ জানানোর পর উইসকনসিনের নির্বাচনী বোর্ড শুক্রবার তা অনুমোদন করেছে।
স্টেইন মিশিগান ও পেনসিলভানিয়াতেও ‘পরিসংখ্যানগত অসঙ্গতির’ কথা বলে ভোট পুনর্গণনার দাবি তোলেন।
এ উদ্যোগকে ‘উদ্ভট’ আখ্যা দিয়েছেন নির্বাচনে জয় পেয়ে সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।
তিনি অভিযোগ করে বলেছেন, “জিল স্টেইন ভোট পুনর্গণনার নামে নিজের পকেট ভরছেন। কারণ, তিনি সমর্থকদের কাছ থেকে অনুদান নিয়ে এ প্রক্রিয়ায় তহবিল যোগাচ্ছেন।”
জিল স্টেইনকে নির্বাচনের ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, “নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ কিংবা কলুষিত না করে একে সম্মান করা উচিত।”
হিলারি শিবিরের আইনজীবী মার্ক এলিয়াস বলেছেন, তার শিবির উইসকনসিনসহ পেনসিলভানিয়া এবং মিশিগানেও ভোট পুনর্গণনায় অংশ নেবে।
শুধু উইসকনসিনে পুনর্গণনায় ফল না বদলালেও যদি অন্য দুটি রাজ্যেও ভোট পুনর্গণনা হয় এবং তিনটিতে হিলারি জয় পান, তবে ফল উল্টে যাবে।
এলিয়াস বলেন, “ভোট পক্রিয়ায় কোনও ধরনের কারচুপি হয়েছে কিনা, তা খতিয়ে দেখার জন্য হিলারি শিবির ও বাইরের বিশেষজ্ঞরা নির্বাচনের ফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন।”
নির্বাচনে কারচুপির উদ্দেশ্যে কিছু করা হয়েছে কিনা তেমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানান এলিয়াস। তবে তিনি বলেন, যে সাড়ে ছয় কোটির বেশি মার্কিনি হিলারি ক্লিনটনের সমর্থনে ভোট দিয়েছে, তাদের প্রতি দায়িত্ববোধ থেকে সত্যিই স্বচ্ছতার সঙ্গে ভোট গণনা হয়েছে কি না, তা জানার জন্য ভোট পুনর্গণনায় অংশগ্রহণে হিলারি শিবির বাধ্য।
ওয়েবসাইটে এক বিবৃতিতে এলিয়াস বলেন, ভোট প্রক্রিয়ায় কোনও হ্যাকিং এর লক্ষণ তদন্তে না পাওয়ায় হিলারি শিবিরের ভোট পুনর্গণনায় অংশ নেওয়ার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু এখন উইসকনসিন ভোট পুনর্গণনার উদ্যোগ নেওয়ায় আমরা এ প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক। যাতে করে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা সবার কাছেই নিশ্চিত করা যায়।
ভোট পুনর্গণনা পর্যবেক্ষণ করতে হিলারি শিবিরের আইনগতভাবেই উইসকনসিনে উপস্থিত থাকা উচিত বলে জানান তিনি।
-
কোভিড-১৯: যুক্তরাজ্যে লাখ ছুঁইছুঁই মৃত্যুতে ক্ষোভ
-
দল থেকে বহিষ্কার নেপালের প্রধানমন্ত্রী অলি, এরপর কী?
-
উত্তর কোরিয়ার কূটনীতিক পালিয়ে দক্ষিণ কোরিয়ায়
-
পশ্চিমারা নাভালনির সমর্থকদের উস্কে দিচ্ছে: রাশিয়া
-
ভারতে প্রজাতন্ত্র দিবসের আগে ট্রাক্টর মিছিল নিয়ে এগুচ্ছে কৃষকরা
-
সিঙ্গাপুরে বাংলাদেশিকে নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত সাবেক অভিনেতা
-
দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ শান্তির জন্য অনিষ্টকর: চীন
-
তাইওয়ানের আকাশে আবার চীনের যুদ্ধবিমান
-
কোভিড-১৯: যুক্তরাজ্যে লাখ ছুঁইছুঁই মৃত্যুতে ক্ষোভ
-
উত্তর কোরিয়ার কূটনীতিক পালিয়ে দক্ষিণ কোরিয়ায়
-
দল থেকে বহিষ্কার নেপালের প্রধানমন্ত্রী অলি, এরপর কী?
-
ভারতে প্রজাতন্ত্র দিবসের আগে ট্রাক্টর মিছিল নিয়ে এগুচ্ছে কৃষকরা
-
পশ্চিমাদের বিরুদ্ধে ‘উস্কানির’ অভিযোগ রাশিয়ার, নিষেধাজ্ঞার প্রস্তুতি ইইউ’র
-
দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ শান্তির জন্য অনিষ্টকর: চীন
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব