বিদেশি নেতার সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎকে ঘিরে সংশয়
>> রয়টার্স
Published: 17 Nov 2016 12:29 PM BdST Updated: 17 Nov 2016 12:29 PM BdST
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে সাক্ষাৎ করতে যাচ্ছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, কিন্তু এর একদিন আগে জাপানি কর্মকর্তারা জানিয়েছেন, নিউ ইয়র্কের কোথায় এবং কখন বৈঠকটি হবে তা তখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি।
পাশাপাশি বৈঠকে কাদের আমন্ত্রণ জানানো হবে এবং কোন বিষয়ে কার সঙ্গে যোগাযোগ করতে হবে তাও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবারের ওই বৈঠককে ঘিরে এই অনিশ্চয়তা দেখিয়েছে, নিজের ইচ্ছানুযায়ী চলা ব্যবসায়ী থেকে ট্রাম্পের সরাসরি প্রেসিডেন্ট হওয়ায় কী ধরনের সমস্যা তৈরি হয়েছে।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক হওয়ার কথা রয়েছে। তারপর থেকে পুরোপুরি সক্রিয় একটি প্রশাসনসহ আঁটোসাঁটো সূচি অনুযায়ী তাকে চলতে হবে।
এই বৈঠক আয়োজনের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্ত করা হয়নি বলে বুধবার জানিয়েছেন জাপানি ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সাধারণত এ ধরনের বৈঠকের লজিস্টিক্যাল ও প্রটোকলের বিস্তারিত বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত করা হয়, কিন্তু এক্ষেত্রে তা হয়নি।
এক জাপানি কর্মকর্তা বলেছেন, “এখনও অনেক সংশয় রয়ে গেছে।”
পেরুতে এশিয়া-প্যাসিফিক সম্মেলনে যোগ দেওয়ার পথে রয়েছেন অ্যাবে। এ ধরণের আঞ্চলিক সম্মেলন চলাকালে বিশ্ব নেতারা প্রায়ই দ্বিপাক্ষিক বৈঠক করে থাকেন। এসব বৈঠক সাধারণত একটু ঢিলাঢালাই হয়।
তবে কোনো বিস্তারিত পরিকল্পনা ছাড়াই যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি নেতার উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক একটি বিরল ঘটনা।
মাত্র গত সপ্তাহে দুপক্ষ এ সাক্ষাতের ব্যাপারে সম্মত হয়েছে, কিন্তু তার আগে-পরে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ট্রাম্প ও তার উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনে কে কোন দায়িত্ব পাবেন তাই নিয়ে আলোচনায়ই বেশি ব্যস্ত ছিলেন।
-
মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি
-
আফগান যুদ্ধের ২০ বছর: এর কী দরকার ছিল?
-
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরল ৩ নভোচারী
-
সৌদি আরবের বাদশা খালেদ বিমান ঘাঁটিতে হামলার দাবি হুতিদের
-
আসিয়ান সম্মেলনে ‘যোগ দেবেন’ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং
-
নাতাঞ্জে নাশকতা: ‘দায়ীকে’ শনাক্তের দাবি ইরানি গণমাধ্যমের
-
কোভিড-১৯: একদিনে রেকর্ড ১,৩৪১ মৃত্যু দেখল ভারত
-
কিউবায় কাস্ত্রোযুগের অবসান, নেতৃত্ব ছাড়ছেন রাউল
-
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরল ৩ নভোচারী
-
সৌদি আরবের বাদশা খালেদ বিমান ঘাঁটিতে হামলার দাবি হুতিদের
-
মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি
-
মহামারীতে বিশ্বজুড়ে মৃত্যু ছাড়াল ৩০ লাখ: জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
-
নাতাঞ্জে নাশকতা: ‘দায়ীকে’ শনাক্তের দাবি ইরানি গণমাধ্যমের
-
আসিয়ান সম্মেলনে ‘যোগ দেবেন’ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং
সর্বাধিক পঠিত
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- কোভিড-১৯: লকডাউনের ‘কড়াকড়িতে’ এক মাসের সর্বনিম্ন পরীক্ষা
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কিংবদন্তী অভিনেত্রী কবরীর চিরবিদায়
- করোনাভাইরাস: দেশে দ্বিতীয় দিনের মত শতাধিক মৃত্যু