ওবামার গ্রিস সফরের প্রতিবাদে বিক্ষোভ, সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার শেষ বিদেশ সফরের সময় গ্রিসে তার সফরের প্রতিবাদে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2016, 05:25 AM
Updated : 16 Nov 2016, 05:39 AM

মঙ্গলবার তার এই সফরের বিরুদ্ধে রাজধানী এথেন্সে প্রতিবাদ বিক্ষোভ করে গ্রিসের বামপন্থি ও নৈরাজ্যবাদী গোষ্ঠীগুলো, খবর বিবিসির।

ওবামাকে ‘সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধি’ আখ্যা দেয় বিক্ষোভকারীরা। তারা পুলিশের একটি কর্ডন ভেঙে এগিয়ে যাওয়া চেষ্টা করে। এ সময় প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি পেটা ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে। 

পুলিশের তাড়া খেয়ে বিক্ষোভকারীরা এথেন্স পলিটেকনিক এলাকায় অবস্থান নিয়ে পুলিশের দিকে পেট্রল বোমা নিক্ষেপ করে।

এখান থেকে অন্তত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার ওবামা চলে না যাওয়া পর্যন্ত এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশে এবং এথেন্সের কেন্দ্রস্থলে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।