‘উগ্র জাতীয়তাবাদের’ উত্থান নিয়ে সতর্ক করলেন ওবামা
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2016 10:58 AM BdST Updated: 16 Nov 2016 01:05 PM BdST
ব্রেক্সিট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অপ্রত্যাশিত ফলফলের প্রেক্ষাপটে ‘উগ্র জাতীয়তাবাদের উত্থানের’ বিষয়ে সতর্ক করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শেষ বিদেশ সফরে গ্রিসে গিয়ে তিনি এ সতর্কতা জানান, খবর বিবিসির।
তিনি বলেন, বর্ণ, ধর্ম বা জাতের বিচারে বিভাজনের যে বিপদ- সে সম্পর্কে যুক্তরাষ্ট্র সজাগ।
ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে ওবামা দেখছেন পরিবর্তনের জন্য মার্কিন জনগণের ‘কিছু একটা করার তাড়নার’ ফল হিসেবে, যার ভবিষ্যৎ সম্পর্কে তারা নিজেরাও সচেতন নয়।
গ্রিসের রাজধানী এথেন্সে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাসের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনের প্রথম ৩০ মিনিট ওবামা ও সিপ্রাস, উভয়েই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কথা এড়িয়ে যান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুই নেতা ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রভাব নিয়ে প্রশ্নের মুখোমুখি হন।
সতর্কভাবে এসব প্রশ্নের উত্তর দেন ওবামা। এ সময় যুক্তরাষ্ট্রের রাজনীতির দুটি ঐতিহ্যও মেনে চলেন তিনি।বিদেশ সফরে বিদায়ী প্রেসিডেন্ট সাধারণত তার উত্তরসূরীকে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরেন এবং দেশের রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে কোনো কথা বলেন না।
তবে ট্রাম্পের জয়ে নিজের বিস্ময়ের কথা ওবামা গোপন করেননি।
তিনি বলেন, “আট বছর ধরে কেউ ক্ষমতায় থাকলে জনগণ স্বাভাবিকভাবেই পরিবর্তন চায়। চাপ যখন বেড়ে যায়, তখন ফলের বিষয়ে নিশ্চিত না হয়েও জনগণ কিছু খোঁজে, পরিবর্তন চায়।”
ওবামা বলেন, অসাম্য, অর্থনৈতিক পঙ্গুত্ব ও সন্তানদের ভবিষ্যত নিয়ে জনতার শঙ্কা দূর করতে কাজ করতে হবে এখন।
কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে ট্রাম্পের কাছে নিজের সর্বোৎকৃষ্ট ধারণাগুলো তুলে ধরেছেন বলে জানান ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সর্বশেষ এই বিদেশ সফরে গ্রিসের পাশাপাশি জার্মানি ও পেরু যাওয়ার কথা রয়েছে ওবামার।
-
মহামারীতে বিশ্বজুড়ে মৃত্যু ছাড়াল ৩০ লাখ: জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
-
মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি
-
আফগান যুদ্ধের ২০ বছর: এর কী দরকার ছিল?
-
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরল ৩ নভোচারী
-
সৌদি আরবের বাদশা খালেদ বিমান ঘাঁটিতে হামলার দাবি হুতিদের
-
আসিয়ান সম্মেলনে ‘যোগ দেবেন’ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং
-
নাতাঞ্জে নাশকতা: ‘দায়ীকে’ শনাক্তের দাবি ইরানি গণমাধ্যমের
-
কোভিড-১৯: একদিনে রেকর্ড ১,৩৪১ মৃত্যু দেখল ভারত
-
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরল ৩ নভোচারী
-
সৌদি আরবের বাদশা খালেদ বিমান ঘাঁটিতে হামলার দাবি হুতিদের
-
মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি
-
মহামারীতে বিশ্বজুড়ে মৃত্যু ছাড়াল ৩০ লাখ: জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
-
নাতাঞ্জে নাশকতা: ‘দায়ীকে’ শনাক্তের দাবি ইরানি গণমাধ্যমের
-
আসিয়ান সম্মেলনে ‘যোগ দেবেন’ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং
সর্বাধিক পঠিত
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- কোভিড-১৯: লকডাউনের ‘কড়াকড়িতে’ এক মাসের সর্বনিম্ন পরীক্ষা
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- কিংবদন্তী অভিনেত্রী কবরীর চিরবিদায়
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- করোনাভাইরাস: দেশে দ্বিতীয় দিনের মত শতাধিক মৃত্যু
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব