ট্রাম্পের মুসলিম নিষিদ্ধের বক্তব্য ‘সরল’

ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধের প্রস্তাবের বিবৃতি তার নির্বাচনী প্রচারণার ওয়েবসাইট থেকে সরানো হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2016, 06:09 PM
Updated : 10 Nov 2016, 06:09 PM

ওই পাতায় ঢুকতে চাইলে এখন ওয়েবসাইটের প্রচ্ছদে চলে যাচ্ছে বলে এবিসি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে।

নির্বাচনের অন্তত তিনদিন আগে ৫ নভেম্বর পর্যন্তও বিবৃতিটি সেখানে ছিল বলে এতে বলা হয়।

গত বছরের ১৩ নভেম্বর ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩৭ জন নিহতের কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোয় হামলা হয়। ২ ডিসেম্বর একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অভিবাসী এক মুসলিম দম্পতির হামলায় অন্তত ১৪ জন নিহত হন।

এরপর ৭ ডিসেম্বর ট্রাম্পের নির্বাচনী প্রচারের ওয়েবসাইটে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়, “কী ঘটছে তা বুঝতে না পারা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড জে. ট্রাম্প।”

এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। এরপর প্রচার চলাকালেই বক্তব্য পাল্টান তিনি।

পরে ট্রাম্প বলেন, এই নিষেধাজ্ঞা সেসব দেশের ওপর হওয়া উচিত যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত এবং তা শুধু মুসলিমদের ক্ষেত্রেই নয়।