ধনীদের আধিপত্যের অবসান চান যুক্তরাষ্ট্রের ভোটাররা

যুক্তরাষ্ট্রের ভোটাররা এমন একজন ‘শক্তিশালী নেতা’ খুঁজছেন ‘যিনি দেশকে ধনী ও প্রভাবশালীদের কাছ থেকে ফিরিয়ে আনতে পারবেন’।

>>রয়টার্স
Published : 9 Nov 2016, 02:59 AM
Updated : 9 Nov 2016, 03:30 AM

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন প্রথমদিকে যারা ভোট দিয়েছেন সেই সব ভোটারদের মধ্যে চালানো এক জরিপে এমন মনোভাব প্রকাশ পেয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের এই অনলাইন জরিপে ভোট দিয়েছেন এমন ১০ হাজার ভোটারের সাক্ষাৎকার নেওয়া হয়।

এতে দেখা যায়, তাদের অধিকাংশই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজেদের সামর্থ্য নিয়ে উদ্বিগ্ন এবং রাজনৈতিক দল বা গণমাধ্যম তাদের অবস্থার উন্নতি ঘটাবে এমন বিশ্বাসও নেই তাদের।

এদের সংখ্যাগরিষ্ঠ মনে করেন, ধনীদের সহায়তা করতে অর্থনীতি কারচুপিতে ভরা।

জরিপে দেখা যায়,

Ø  এদের ৭৫ শতাংশ একমত, “ধনী ও প্রভাবশালীদের কবল থেকে দেশকে ফিরিয়ে আনতে আমেরিকার একজন শক্তিশালী নেতা দরকার।”

Ø  ৬৮ শতাংশ একমত, “ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিকরা আমার মতো লোকজনের তোয়াক্কা করে না।”

Ø  ৭৬ শতাংশ বিশ্বাস করেন, “প্রধান ধারার গণমাধ্যমগুলো সত্য কথা বলার চেয়ে টাকা কামানোতেই বেশি আগ্রহী।”

Ø  ৫৭ শতাংশ অনুভব করেন, “আমেরিকা যে রকম হয়ে উঠছে দিন দিন তার সঙ্গে আরো দূরত্ববোধ করছেন।”

Ø  ৫৪ শতাংশ অনুভব করেন, “আমেরিকায় আমার মতো কারো এগিয়ে যাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে।”

নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে একযোগে ইন্টারনেটের মাধ্যমে ইংরেজি ভাষায় জরিপটি চালানো হয়। এতে সকালের মধ্যেই ভোট দেওয়া ১০ হাজার ৬০৪ ভোটার অংশ নেন।