ভোট জালিয়াতির আশঙ্কায় এখনও ট্রাম্প

নিউইয়র্ক সিটির ম্যানহাটানের পাবলিক স্কুল ফিফটিনাইন ভোটকেন্দ্রে স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন রিপাবলিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2016, 05:12 PM
Updated : 8 Nov 2016, 05:12 PM

তাদের সঙ্গে ইভাঙ্কার স্বামী জ্যারেড কোরি কুশনারও ছিলেন।
 
ট্রাম্পের ভোট দেওয়ার দুই ঘণ্টা আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টন নিজের ভোট দেন।
 
ভোটকেন্দ্র থেকে বের হওয়ার পর ট্রাম্প বলেন, “এটা দারুণ সম্মানের, এটা অসাধারণ সম্মানের।”
ভোট জালিয়াতির আশঙ্কা তার এখনও আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা সব সময়ই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আছি।”

“যুক্তরাষ্ট্রকে আবার বিশ্বসভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যান। আর কিছু বলার নেই।”
সিএনএন-র খবরে বলা হয়, ট্রাম্প ভোট দিতে যাওয়ার সময় নিরাপত্তা শঙ্কায় ট্রাম্প টাওয়ার সংলগ্ন সড়ক বন্ধ করে দিয়েছিল নিরাপত্তা রক্ষীরা। 
 
যদিও ভোটের দিন সকালেই ট্রাম্পের ভোটকেন্দ্রে নাটকীয় ঘটনা ঘটেছে। দুই নারী ভোটকেন্দ্রে প্রবেশ করে নিজেদের টি-শার্ট খুলে ফেলেন এবং অর্ধনগ্ন অবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেন। পরে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।