নিউ ইয়র্কে ভোটকেন্দ্রে অর্ধনগ্ন দুই নারীর ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি ভোটকেন্দ্রে অর্ধনগ্ন হয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দুই নারী।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2016, 02:50 PM
Updated : 8 Nov 2016, 02:50 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি ভোটকেন্দ্রে অর্ধনগ্ন হয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দুই নারী।

সিএনএন জানায়, নিউ ইয়র্কের ওই কেন্দ্রটি ট্রাম্পের ভোটকেন্দ্র।

ভোটের সকালে পিপল ম্যাগাজিনের কর্মকর্তা শ্যারন কল্ট কেন্টার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, অর্ধনগ্ন হয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন দুই নারী।

পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গত মাসে ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও টেপ গণমাধ্যমে প্রকাশ পায়। যেখানে তাকে নারীদের অবমাননা করে মন্তব্য করতে শোনা যায়।

ওই ভিডিও টেপ প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় রিপাবলিকান প্রার্থীকে।

ভিডিও টেপ প্রকাশের পর ট্রাম্প জনসম্মুখে ক্ষমা চেয়েছেন এবং ওই মন্তব্যকে ‘লকাররুম টক’ বলে বর্ণনা করেছেন।

ভিডিও টেপটি প্রকাশের পর রিপাবলিকান দলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ট্রাম্পের ওপর থেকে তাদের সমর্থন বাতিলের ঘোষণা দেন।

এছাড়াও, বেশ কয়েকজন নারী ট্রাম্পের যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তোলেন, যাদের মধ্যে সাবেক একজন মিস ইউনির্ভাসও রয়েছেন।