ভাঙা দেশ জোড়া লাগানোর আমিই শেষ সুযোগ: ট্রাম্প
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2016 09:07 PM BdST Updated: 08 Nov 2016 01:40 AM BdST
নির্বাচনী প্রচারের শেষ দিনে নিজেকে একটি ভাঙা দেশ জোড়া লাগানোর ‘শেষ সুযোগ’ বলে বর্ণনা করেছেন রিপালিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন বলেছেন, ‘হিসাব-নিকাশের মুহূর্ত’ এসে গেছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে রোববার প্রচারের শেষ দিনে সমর্থকদের উজ্জীবিত করতে ছুটে বেড়িয়েছেন অন্যতম প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ও ট্রাম্প।
আইওয়ায় ট্রাম্প বলেন, অভিবাসন ও বাণিজ্য সমস্যা সমাধানে তিনিই ‘শেষ সুযোগ’।
মিনেপোলিস উপকণ্ঠে এক সমাবেশে ট্রাম্প বলেন, সোমালিয়া থেকে আসা শরণার্থী জনগোষ্ঠী ওই এলাকার জন্য ‘দুর্যোগে’ পরিণত হয়েছে।
পিটসবার্গে ট্রাম্প সমর্থকরা সঙ্গীতজ্ঞ ব্রুস স্প্রিংসটিনের একটি গান বিদ্রুপের সুরে গেয়ে ট্রাম্পকে স্বাগত জানায়।
সোমবার রাতে হিলারির হয়ে প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে স্প্রিংসটিনের।
নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ই-মেইল কাণ্ড নিয়ে এফবিআই নতুন করে তদন্তের ঘোষণা দিলে হিলারির জনপ্রিয়তায় কিছুটা ভাটা দেখা দেয়। তারপর জনমত জরিপগুলোতে হিলারির সঙ্গে ব্যবধান কমতে শুরু করে ট্রাম্পের।
ট্রাম্প নিজে এবং তার প্রচার শিবির থেকে হিলারির দক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়।
রোববার এফবিআই জানায়, ই-মেইলগুলোর মধ্যে কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।
এরপরও এদিন ট্রাম্প সমর্থকদের ‘তাকে (হিলারি) আটক কর’ বলে চিৎকার করতে শোনা যায়।
অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারে হিলারি সমর্থকরা গেট-আউট-দ্য-ভোট র্যালিতে অংশ নেয়। লোকসঙ্গীতের জনপ্রিয় গায়ক জেমস টেইলরের গানের সঙ্গে হাতে হাত রেখে গলা মেলায় উপস্থিত জনতা।
এরপর খিজর খানকে সঙ্গে নিয়ে মঞ্চে উপস্থিত হন হিলারি। খিজর খানের ছেলে মার্কিন সেনা সদস্য হুমায়ূন খান ইরাক যুদ্ধে নিহত হন। জুলাইয়ে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে ট্রাম্পের মুসলিমদের যুক্তরাষ্ট্র প্রবেশ নিষিদ্ধ করার নীতির কড়া সমালোচনা করেন খিজর খান।
হিলারি বলেন, “এমন একটি দৌড় যেখানে অভিবাসী, মুসলিম ও আরও অনেককে কুৎসিত সন্দেহের দৃষ্টিতে চিহ্নিত করা হয়েছে, হেনস্তা করা হয়েছে এবং সব রকমভাবে আক্রমণ করা হয়েছে।আমার মনে হয়, জনাব খান আমাদের মনে করিয়ে দিয়েছেন আমরা সবাই আমেরিকান।”
তার আগে ক্লিভল্যান্ডে এক র্যালিতে মঙ্গলবারের নির্বাচনকে ‘ইতিহাসের মোড়ক’ এবং ‘হিসাব-নিকাশের মুহূর্ত’ বলে বর্ণনা করেন হিলারি।
তিনি বলেন, “আমেরিকান হিসেবে এটি আমাদের মূল্যবোধের পরীক্ষা হবে।”
-
কোভিড-১৯: যুক্তরাজ্যে লাখ ছুঁইছুঁই মৃত্যুতে ক্ষোভ
-
দল থেকে বহিষ্কার নেপালের প্রধানমন্ত্রী অলি, এরপর কী?
-
উত্তর কোরিয়ার কূটনীতিক পালিয়ে দক্ষিণ কোরিয়ায়
-
পশ্চিমারা নাভালনির সমর্থকদের উস্কে দিচ্ছে: রাশিয়া
-
ভারতে প্রজাতন্ত্র দিবসের আগে ট্রাক্টর মিছিল নিয়ে এগুচ্ছে কৃষকরা
-
সিঙ্গাপুরে বাংলাদেশিকে নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত সাবেক অভিনেতা
-
দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ শান্তির জন্য অনিষ্টকর: চীন
-
তাইওয়ানের আকাশে আবার চীনের যুদ্ধবিমান
-
কোভিড-১৯: যুক্তরাজ্যে লাখ ছুঁইছুঁই মৃত্যুতে ক্ষোভ
-
উত্তর কোরিয়ার কূটনীতিক পালিয়ে দক্ষিণ কোরিয়ায়
-
দল থেকে বহিষ্কার নেপালের প্রধানমন্ত্রী অলি, এরপর কী?
-
ভারতে প্রজাতন্ত্র দিবসের আগে ট্রাক্টর মিছিল নিয়ে এগুচ্ছে কৃষকরা
-
পশ্চিমাদের বিরুদ্ধে ‘উস্কানির’ অভিযোগ রাশিয়ার, নিষেধাজ্ঞার প্রস্তুতি ইইউ’র
-
দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ শান্তির জন্য অনিষ্টকর: চীন
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব