ভোটের দুদিন আগে এফবিআই বলল হিলারি ‘নির্দোষ’
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2016 03:29 AM BdST Updated: 07 Nov 2016 09:14 AM BdST
-
-
এফবিআইয়ের পরিচালক জেমস কমির চিঠি
-
-
-
-
-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুদিন বাকি থাকতে হিলারি ক্লিনটনের বহুল আলোচিত নতুন ইমেইলগুলোর মধ্যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
কংগ্রেস সদস্যদের প্রতি রোববার লেখা এফবিআইয়ের পরিচালক জেমস কমির এক চিঠির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই চিঠিতে কমি বলেছেন, সংস্থাটি পর্যালোচনা শেষে আগের অবস্থান পরিবর্তন করার মতো কোনো কিছু পায়নি।

এফবিআইয়ের পরিচালক জেমস কমির চিঠি
আরও নতুন ‘গুরুত্বপূর্ণ’ ইমেইল আবিষ্কারের পর বিষয়টি আবার সামনে চলে আসে।
ওগুলো অ্যান্থনি ওয়েইনারের ল্যাপটপে পাওয়া গিয়েছিল বলে বলা হচ্ছিল, যিনি প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট পার্টির প্রার্থী ক্লিনটনের ঘনিষ্ট এক পরামর্শকের সাবেক স্বামী।

ক্লিনটনের ইমেইলের বিষয়ে এফবিআইয়ের তদন্ত নতুন করে আবার শুরুর কথা জানিয়ে গত মাসের শেষ দিকে আইনপ্রণেতাদের কাছে লেখা কমির মূল চিঠিটি হোয়াইট হাউজ দখলের লড়াইকে টালমাটাল করে দেয়। এর ফলে জনমত জরিপে হিলারির চেয়ে পিছিয়ে থাকা রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প লড়াইয়ে টিকে থাকার নতুন রসদ হাতে পান।

তদন্ত শেষের কথা জানিয়ে রোববার লেখা চিঠিতে কমি বলেন, “অসম্পর্কিত একটি অপরাধের তদন্ত করতে গিয়ে একটি যন্ত্র থেকে পাওয়া বিপুল পরিমাণ ইমেইলগুলো গোছানোর পর তা মূল্যায়নের জন্য এফবিআই তদন্ত দল নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক সূত্র রয়টার্সকে বলেছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ইমেইল-আচার নিয়ে তদন্ত আপাতত শেষ করেছে এফবিআই।
চিঠিতে কমি বলেন, “সংক্ষিপ্ত সময়ে উচ্চ মানের বিশাল কাজ শেষ করায় আমি এফবিআইয়ের পেশাজীবীদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।”

তবে এই খবর বের হওয়ার পরও ট্রাম্প মিনেপলিসের সমাবেশে বিষয়টির উল্লেখ না করে ক্লিনটনকে নিয়ে যথারীতি তার ধরাবাঁধা বক্তব্য দেন।
“হিলারি ক্লিনটন অনেক লম্বা সময় ধরে তদন্তের মুখে থাকবে,” বলেন ট্রাম্প। আর সঙ্গে সঙ্গে সামনে থেকে সমবেত স্লোগান উঠে,‘তাকে জেলে ভরো’।
-
কোভিড-১৯: ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ৭৩ হাজার, ১৬১৯ মৃত্যু
-
মিশরে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১১, আহত ৯৮
-
পাল্টা ২০ চেক কূটনীতিককে বহিষ্কার রাশিয়ার
-
চেক প্রজাতন্ত্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি রাশিয়ার
-
কোভিড-১৯: ভারতে একদিনে ১৫০১ মৃত্যু, আড়াই লাখের বেশি শনাক্ত
-
পাকিস্তানে ইসলামি দলের হাতে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য জিম্মি
-
তাইওয়ানে দুই দফায় ভূমিকম্প
-
সিরিয়ায় মে মাসে প্রেসিডেন্ট নির্বাচন
-
টেসলা গাড়ি দুর্ঘটনায় নিহত ২, ‘কেউ চালাচ্ছিল না’ বলছে পুলিশ
-
পাল্টা ২০ চেক কূটনীতিককে বহিষ্কার রাশিয়ার
-
কোভিড-১৯: ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ৭৩ হাজার, ১৬১৯ মৃত্যু
-
মিশরে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১১, আহত ৯৮
-
চেক প্রজাতন্ত্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি রাশিয়ার
-
পাকিস্তানে ইসলামি দলের হাতে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য জিম্মি
সর্বাধিক পঠিত
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- মামুনুল গ্রেপ্তার
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- করোনাভাইরাস: দেশে একদিনে রেকর্ড ১০২ মৃত্যু
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- সুপার লিগে খেললেই নিষিদ্ধ ‘বার্সা-রিয়ালসহ ১১ ক্লাব’
- বোলিংয়ে খরুচে, ব্যাটিংয়ে নিষ্প্রভ সাকিব
- ইএফটি চালু, চেকও ক্লিয়ার হচ্ছে
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- ৪ ঝড়ো ফিফটিতে জিম্বাবুয়ে দলে মারুমানি