
চরিত্র নিয়ে হিলারি-ট্রাম্পের কাদা ছোড়াছুড়ি
>> রয়টার্স
Published: 03 Nov 2016 07:31 PM BdST Updated: 03 Nov 2016 07:31 PM BdST
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ৬ দিন আগে শেষ যুক্তিতর্কে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একে অপরের চরিত্র নিয়ে আক্রমণ করেছেন।
নির্বাচনের শেষ সময়ে এসে এভাবে ব্যক্তিগত আক্রমণের মধ্য দিয়ে দুই প্রার্থী একে অপরকে ঘায়েল করে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করছেন।
রয়টার্স/ইপসস পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে হিলারি ৬ পয়েন্ট এগিয়ে আছেন। তবে অনেক জাতীয় জরিপে দুইজনের মধ্যে ব্যবধান কমে আসারও আভাস পাওয়া যাচ্ছে।
ফ্লোরিডায় এক প্রচারাভিযানে ট্রাম্প বলেন, নির্বাচনে তিনিই জিতবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারিকে দেশ নেতৃত্ব দেওয়ার অযোগ্য বলে বর্ণনা করে ট্রাম্প বলেন, হিলারি “পুরোপুরি মানসিক ভারসাম্যহীন।”
অন্যদিকে, ট্রাম্পকে আক্রমণ করে লাস ভেগাসে সমর্থকদের উদ্দেশে হিলারি বলেন, আমেরিকানদের মধ্যে একে অপরকে ফাঁদে ফেলানোর চেষ্টা করছেন এবং বিভক্তি সৃষ্টি করছেন।
মুসলিমদের নিয়ে মেক্সিকান-আমেরিকানদের নিয়ে ট্রাম্প যে সমস্ত কথা বলেছেন সেগুলো উল্লেখ করে হিলারি বলেন, ট্রাম্পের জ্ঞানের গভীরতা নেই।
তাছাড়া, পররাষ্ট্রনীতির বিষয়ে ট্রাম্পের বিভিন্ন প্রস্তাব ‘খুবই বিপজ্জনক’ বলেও অভিহিত করেন হিলারি।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ‘যুক্তরাষ্ট্রে আঘাত হানার সময় সংক্ষিপ্ত করতে প্রস্তুত মস্কো’
- সিরিয়ার আইএস এলাকা থেকে আটকা পড়াদের উদ্ধার
- ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ট্রেনে ভিয়েতনাম যাবেন কিম
- এবার টেরিজা মে’র দল ছাড়লেন তিন এমপি
- ব্রেক্সিট নিয়ে আলোচনায় ফের ব্রাসেলস যাচ্ছেন মে
- আদালত অবমাননায় ভারতীয় শিল্পপতি অনীল আম্বানি দোষী সাব্যস্ত
- পোল্যান্ডের কাছে ‘ইসরায়েলের ক্ষমা চাওয়া উচিত’
সর্বাধিক পঠিত
- পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৭০
- ‘বাবাকে বাঁচাতে বাধ্য হয়ে এগুলো করেছিলাম’
- জীবনে প্রথম সংসদে ঢুকে ‘অভিভূত’ সুবর্ণা মুস্তাফা
- সাব্বিরের সেঞ্চুরিতেও বাংলাদেশের বড় হার
- খুনে ব্যাটিংয়ে উইন্ডিজের ছক্কার রেকর্ড
- দুঃসময় কাটিয়ে ফেরা সাব্বিরের প্রথম সেঞ্চুরি
- শামীমা বাংলাদেশের নাগরিক নন: পররাষ্ট্র মন্ত্রণালয়
- গেইলকে ছাপিয়ে নায়ক রয়-রুট
- শামীমার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে
- দুই ডিফেন্ডারের গোলে ইউভেন্তুসকে হারাল আতলেতিকো