চরিত্র নিয়ে হিলারি-ট্রাম্পের কাদা ছোড়াছুড়ি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ৬ দিন আগে শেষ যুক্তিতর্কে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একে অপরের চরিত্র নিয়ে আক্রমণ করেছেন।

>>রয়টার্স
Published : 3 Nov 2016, 01:31 PM
Updated : 3 Nov 2016, 01:31 PM

নির্বাচনের শেষ সময়ে এসে এভাবে ব্যক্তিগত আক্রমণের মধ্য দিয়ে দুই প্রার্থী একে অপরকে ঘায়েল করে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করছেন।

রয়টার্স/ইপসস পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে হিলারি ৬ পয়েন্ট এগিয়ে আছেন। তবে অনেক জাতীয় জরিপে দুইজনের মধ্যে ব্যবধান কমে আসারও আভাস পাওয়া যাচ্ছে।

ফ্লোরিডায় এক প্রচারাভিযানে ট্রাম্প বলেন, নির্বাচনে তিনিই জিতবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারিকে দেশ নেতৃত্ব দেওয়ার অযোগ্য বলে বর্ণনা করে ট্রাম্প বলেন, হিলারি “পুরোপুরি মানসিক ভারসাম্যহীন।”

অন্যদিকে, ট্রাম্পকে আক্রমণ করে লাস ভেগাসে সমর্থকদের উদ্দেশে হিলারি বলেন, আমেরিকানদের মধ্যে একে অপরকে ফাঁদে ফেলানোর চেষ্টা করছেন এবং বিভক্তি সৃষ্টি করছেন।

মুসলিমদের নিয়ে মেক্সিকান-আমেরিকানদের নিয়ে ট্রাম্প যে সমস্ত কথা বলেছেন সেগুলো উল্লেখ করে হিলারি বলেন, ট্রাম্পের জ্ঞানের গভীরতা নেই।

তাছাড়া, পররাষ্ট্রনীতির বিষয়ে ট্রাম্পের বিভিন্ন প্রস্তাব ‘খুবই বিপজ্জনক’ বলেও অভিহিত করেন হিলারি।