চীনে দুই শতাধিক রাজহাঁসের মৃত্যুর তদন্ত

চীনের ইনার মঙ্গোলিয়ায় বিষক্রিয়ায় দুই শতাধিক রাজহাঁসের মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2016, 09:30 AM
Updated : 27 Oct 2016, 09:30 AM

বিবিসি বলছে, পুলিশের ভাষ্য, রাজহাঁসগুলোর শরীরে কীটনাশকের অস্থিত্ব পাওয়া গেছে। সম্ভবত চোরাকারবারীরা এই রাজহাঁসগুলোকে হত্যা করেছে।

গেল সপ্তায় হুংতু হ্রদে রাজহাঁসগুলির মৃত্যু হয়। হ্রদটি অতিথি রাজহাঁসের জন্যই পরিচিত।

কর্তৃপক্ষ উল্লেখযোগ্য সংখ্যক রাজহাঁসের মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তারে সহায়ক তথ্য দেওয়ার জন্য ১৪,৭৬০ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পুরস্কার ঘোষণা করেছে।

হ্রদটিতে ২৩৩টি তুন্দ্রা রাজহাঁসের সঙ্গে ২৬টি বন্যহাঁসকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।  ‘রাজহংস হ্রদ’ নামেও এই জলাশয়টি পরিচিত।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, বয়স্ক এক দম্পতি ১৯ অক্টোবর হ্রদটিতে রাজহাঁসের ছবি তুলতে গিয়ে দেখতে পান অসংখ্য রাজহাঁস মরে ভেসে আছে।

পরবর্তী সময়ে রাজহাঁসের শরীরে কীটনাশকের অস্থিত্ব পাওয়া যায়। চোরাকারবারীরাই এ ধরনের কীটনাশক সচরাচর ব্যবহার করে থাকে।

চীনের অনেক রেস্তোরাঁয় চোরাই রাজহাঁস সরবরাহ করা হয়ে থাকে। রাজহাঁসের মাংস কোনো কোনো রেস্তোরাঁর খাদ্যতালিকায় উল্লেখ থাকে।

পরিবেশবাদী সংস্থার একজন কর্মকর্তা থিয়ান ইয়াংগিয়াং বলেন, এ ছাড়াও খাদ্যের জন্য সরবরাহ করা অনেক প্রাণীকেই বিষ প্রয়োগে হত্যা করা হয়।

তিনি আরো বলেন, “অধিকাংশ মানুষ বিশ্বাস করেন, বন্যপ্রাণী খাওয়া স্বাস্থ্যকর।”