
যুক্তরাষ্ট্রের নির্বাচন: ফ্লোরিডায় আগাম ভোট গ্রহণ শুরু
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2016 12:57 PM BdST Updated: 25 Oct 2016 01:02 PM BdST
-
নিউ হ্যাম্পশায়ার অঙ্গরজ্যের ম্যানচেস্টারে ডেমোক্রেটিক পার্টির এক নির্বাচনী প্রচারণা সমাবেশে প্রার্থী হিলারি ক্লিনটন ও সিনেটর এলিজাবেথ ওয়ারেন; ২৪ অক্টোবর, ২০১৬। রয়টার্স
-
-
ফ্লোরিডায় আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প; ২৪ অক্টোবর, ২০১৬। রয়টার্স
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট গ্রহণের জন্য ফ্লোরিডা অঙ্গরাজ্যের ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে।
আসছে ৮ নভেম্বরের এ নির্বাচনে ফ্লোরিডায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যের ভোটের ফলাফল প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে, সেই তথাকথিত ‘ব্যাটেলগ্রাউন্ড’ অঙ্গরাজ্যগুলোর মধ্যে ফ্লোরিডা অন্যতম।
অঙ্গরাজ্যটিতে মেইলের মাধ্যমে আগাম ভোট গ্রহণ এক সপ্তাহ আগেই শুরু হয়েছিল, এরই মধ্যে অঙ্গরাজ্যটির ১০ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে বিবিসি।

সিবিএস নিউজ ও ইন্টারনেট-ভিত্তিক আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগভ এর যৌথ জরিপে ফ্লোরিডায় ট্রাম্পের চেয়ে হিলারি তিন পয়েন্টে এগিয়ে আছেন বলে দেখা গেছে।
অঙ্গরাজ্যটির ৪৬ শতাংশ ভোটার হিলারির পক্ষে ও ৪৩ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে সমর্থন প্রকাশ করেছেন।
সাম্প্রতিক জরিপগুলোতেও দেখা গেছে জাতীয়ভাবে এবং কয়েকটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে হিলারি অনেকটা এগিয়ে আছেন।

ফ্লোরিডায় আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প; ২৪ অক্টোবর, ২০১৬। রয়টার্স
কয়েক দশক ধরে রিপাবলিকানদের শক্তিকেন্দ্র বলে পরিচিতি অঙ্গরাজ্য অ্যারিজোনা, জর্জিয়া ও ইউটাহেও ভোট এবার প্রত্যাশার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে জরিপে আভাস পাওয়া গেছে।
নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি। এই শেষ সময়ে দুই প্রার্থী এখন মনস্থির করেননি এমন ভোটারদের প্রভাবিত করতে সারাদেশ চষে বেড়াবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওহাইও, নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা ও পেনসিলভ্যাইনিয়া মতো ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্যেগুলোতই তারা বেশি প্রচারণা চালাবেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- জুয়া জিতলেন জনসন, এখন ব্রেক্সিট
- ভারতের নতুন নাগরিকত্ব আইন বৈষম্যমূলক: জাতিসংঘ
- বিজয়ী জনসনকে অভিনন্দন বিশ্ব নেতাদের
- ভারতের নাগরিকত্ব আইন: শিলংয়ে বিক্ষোভে লাঠিপেটা, দিল্লিতে সংঘর্ষ
- যুক্তরাজ্যে ‘নতুন ভোর’, আস্থার প্রতিদান দেবার প্রতিশ্রুতি জনসনের
- এনআরসি-সিএবি রুখতে গণআন্দোলনের ডাক মমতার
- ভারত সফর বাতিল করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
- মুস্তাফিজের বোলিংয়ে হতাশ ও বিরক্ত হাবিবুল
- লেবার পার্টির ভরাডুবির রাতেও জয়ে উজ্জ্বল বাঙালি চার কন্যা
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যারা
- জন্ম নিয়ন্ত্রক বড়ির ক্ষতিকর দিক
- সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে প্রায় ১০০ টাকা
- দ্রুততম ফিফটিতে গুরবাজের আগে শুধুই শেহজাদ
- রোহিঙ্গা গণহত্যা: এখন জাতিসংঘের আদালতের সিদ্ধান্তের অপেক্ষা
- ব্রেক্সিটের ভাগ্য নির্ধারণী ভোটে বড় জয় নিয়ে ফের ক্ষমতায় বরিস জনসন
- কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখায় সংগ্রাম কার্যালয়ে ভাংচুর, সম্পাদক থানায়
- তারেক ক্ষমা না চাইলে বিএনপি ক্ষমতা পাবে না: কাদের সিদ্দিকী