কিমকে সমঝে দিতে দঃ কোরিয়ার আকাশে মার্কিন যুদ্ধবিমান
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2016 10:12 PM BdST Updated: 13 Sep 2016 10:12 PM BdST
পরমাণু অস্ত্রের গর্জন শোনানো উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সমঝে দিতে দক্ষিণ কোরিয়ার আকাশে সুপারসনিক যুদ্ধবিমান উড়িয়ে শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় উত্তর কোরিয়ার গা ঘেঁষে উড়েছে ইউএস-বি ওয়ান বোমারু বিমান।
দক্ষিণ কোরিয়ার ওসান বিমানঘাঁটির উপর দিয়ে উড়ে গেছে পরমাণু হামলায় সক্ষম বি-ওয়ান বি ল্যান্সার সুপারসনিক যুদ্ধবিমান।
দক্ষিণ কোরিয়া এবং মার্কিন বিমান বাহিনীর অন্য কয়েকটি জঙ্গিবিমানও উড়তে দেখা গেছে। বি-ওয়ান বিমানগুলোর সঙ্গে উড়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ওই জঙ্গি বিমানগুলো।
উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৭৭ কিলোমিটার দূর দিয়ে উড়েছে এ বিমানগুলো।
পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি গুয়াম থেকে উড়ে এসে বি-ওয়ান যুদ্ধবিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢুকে সে দেশের বিমানবাহিনীকে সঙ্গে নিয়ে আকাশে চক্কর দেয়।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেশ কয়েক মাস ধরেই হুমকি বাড়িয়েছেন। দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকির পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও ছেড়ে কথা বলছেন না তিনি। মার্কিন প্রেসিডেন্ট ওবামার চোখ রাড়ানির তোয়াক্কা না করে তিনি বরং উল্টো তাকে নিয়ে হাসাহাসি করছেন।
কিমের আস্ফালনে আতঙ্কে আছে দক্ষিণ কোরিয়া। আর তাই যুক্তরাষ্ট্র
মিত্রদেশ দক্ষিণ কোরিয়াকে আশ্বাস দিতে আর উত্তর কোরিয়াকে সতর্ক করে দিতেই আকাশে উড়াল বিমান বাহিনীর বি-ওয়ান বি ল্যান্সার।
-
মিয়ানমারে বিক্ষোভে ফের পুলিশের গুলি, নিহত ১
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
মিয়ানমারে রক্তাক্ত দিন পেরিয়ে ফের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ
-
ভারতে মিয়ানমারের ১৯ পুলিশের আশ্রয় প্রার্থনা
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
-
মিয়ানমারে বিক্ষোভে ফের পুলিশের গুলি, নিহত ১
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ