তুরস্কের অভ্যুত্থানচেষ্টায় নিহত আড়াই শতাধিক
>> রয়টার্স
Published: 16 Jul 2016 03:32 PM BdST Updated: 16 Jul 2016 03:32 PM BdST
-
তুরস্কে সেনা অভ্যুত্থান প্রচেষ্টার ঘটনায় ইস্তানবুলে আহত এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টায় নিহতের সংখ্যা ২৬৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
Related Stories
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিহতদের মধ্যে ১৬১ জন সরকারি বাহিনীর সদস্য ও বাকিরা বেসামরিক নাগরিক।
বাকি ১০৪ জন অভ্যূত্থানের চেষ্টাকারী সেনা সদস্য বলে ভারপ্রাপ্ত সেনাপ্রধান উমিত দানদার জানিয়েছেন।
নতুন নিয়োগ পাওয়া জেনারেল দানদার বলেন, “অভ্যুত্থান প্রচেষ্টায় প্রাণ হারানোর মধ্যে ৪১ জন পুলিশ কর্মকর্তা, দুইজন সেনা সদস্য, ৪৭ জন বেসামরিক নাগরিক এবং ১০৪ জন বিদ্রোহী।”
এ ঘটনায় এখন পর্যন্ত ২৮৩৯ জন বিদ্রোহী সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। গ্রেপ্তারদের মধ্যে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারাও রয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থান চেষ্টার পর দানদারকে তুরস্কের সেনা প্রধানের দায়িত্ব দেওয়ার পাশাপাশি পাঁচজন জেনারেল ও ২৯ জন কর্নেলকে বরখাস্ত করা হয়েছে। চাকরিচ্যুত করা হয়েছে দুই হাজার ৭৪৫ জন বিচারককে।
শুক্রবার বিকালে তুরস্কের পরাক্রমশীল সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেওয়ার দাবি করে, যা দেশটির টেলিভিশনে প্রচার করা হয়।
শুক্রবার গভীর রাতে তারা ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও সামরিক হেলিকপ্টার নিয়ে অভ্যুত্থান প্রচেষ্টা শুরু করে।
রাজধানী আঙ্কারা ও বৃহত্তম শহর ইস্তাম্বুলে অবস্থান নেয় ট্যাঙ্ক ও সাঁজোয়া যান, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসে সেনা প্রহরা।
দেশটির গুরুত্বপূর্ণ সেতুগুলো বন্ধ করে দেয় তারা, কয়েকটি গণমাধ্যম দপ্তরের নিয়ন্ত্রণও নেয়, দখল করে সরকারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন।
কিন্তু শেষ পর্যন্ত সামরিক বাহিনীর সব অংশের সমর্থন না থাকায় এবং ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতায় জনগণ রাস্তায় নেমে এলে বিদ্রোহী সেনাদের উদ্যোগ ভেস্তে যায়।
সরকারের পক্ষে অবস্থান নিয়ে জনতা রাজপথে অবস্থান নেয়, অপরদিকে পুলিশ বিদ্রোহী সেনাদের গ্রেপ্তার করে।
এ অভ্যুত্থান চেষ্টাকে ‘তুরস্কের গণতন্ত্রে কালো দাগ’ বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী ইলদিরিম।
এ ঘটনায় আরো এক হাজার ৪৪০ জন আহত হয়েছেন বলেও জনান তিনি।
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
মিয়ানমারে রক্তাক্ত দিন পেরিয়ে ফের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ
-
ভারতে মিয়ানমারের ১৯ পুলিশের আশ্রয় প্রার্থনা
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
-
বাকিংহাম প্যালেস ‘মিথ্যা জিইয়ে রাখছে’, অভিযোগ মেগানের
-
করোনাভাইরাসে মৃত্যুর সঙ্গে স্থূলতার যোগ: গবেষণা
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
-
করোনাভাইরাসে মৃত্যুর সঙ্গে স্থূলতার যোগ: গবেষণা
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- করোনাভাইরাসের ছোবলে স্থগিত পিএসএল
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি