হিলারির জন্যে মাঠে স্যান্ডার্স
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2016 12:42 AM BdST Updated: 13 Jul 2016 12:42 AM BdST
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনের প্রতি সমর্থন জানিয়েছেন দলটি থেকে প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রত্যাশায় থেকে সরে দাঁড়ানো বার্নি স্যান্ডার্স।
Related Stories
ভারমন্টের এই সিনেটর মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে হিলারির এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তার প্রতি এই সমর্থন ব্যক্ত করেন বলে জানিয়েছে রয়টার্স।
প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেট ভোট জয় করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করার পাঁচ সপ্তাহ পর হিলারিকে এই সমর্থন জানালেন মনোনয়ন পাওয়ার লড়াইয়ে তার প্রাথমিক পর্বের প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স।
স্যান্ডার্সের পক্ষ থেকে হিলারির প্রতি এই সমর্থন ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেনশন থেকে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা আসার দুই সপ্তাহ আগে দেওয়া হলো।
আগামী ২৫ জুলাই ওই জাতীয় কনভেনশন হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৭ জুন স্যান্ডার্স প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে হিলারিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছিলেন, তবে তখনও নিজেকে ডেমোক্রেট দলীয় মনোনয়ন প্রত্যাশীর দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।
এবার নিউ হ্যাম্পশায়ারে হিলারির প্রচারণায় উপস্থিত হয়ে স্যান্ডার্স বলেন, “তিনি (হিলারি) যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন- এটি নিশ্চিত করতে আমি যা যা পারি তার সবকিছুই করব বলে মনস্থির করেছি।”
এই নিউ হ্যাম্পশায়ারেই ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ায় প্রাথমিক লড়াইয়ে হিলারিকে হারিয়েছিলেন স্যান্ডার্স।
মঙ্গলবার নির্বাচনী প্রচারণায় হিলারিকে সমর্থন জানানোর সময় স্যান্ডার্সের ব্যাপক সংখ্যক সমর্থককেও উপস্থিত হতে দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।
প্রচারণায় দেশের বিভিন্ন সমস্যা সমাধান ও ৮ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে হিলারিকে ‘নিঃসন্দেহে সবচেয়ে ভালো প্রার্থী’ হিসেবে অভিহিত করেন এই সিনেটর।
হিলারি ক্লিনটনও সমর্থন জানানোর জন্য বার্নি স্যান্ডার্সকে ধন্যবাদ জানান।
মনোনয়ন নিশ্চিত হলে হিলারি হবেন যুক্তরাষ্ট্রের প্রধান কোনো রাজনৈতিক দল থেকে প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী। এ পর্যন্ত আসতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ২২৭ বছর লাগল।
-
ফিলিস্তিনে নির্বাচন নিয়ে অবিশ্বাস, বিভক্তি, সন্দেহ
-
ভূমিকম্প: ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩
-
বাইডেনের অভিষেকের দিনই আসছে ডজনখানেক নির্বাহী আদেশ
-
কোভিড-১৯: তৃতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু দেখল যুক্তরাজ্য
-
সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা
-
শীতকালে কে-টুর চূড়ায় উঠে ইতিহাস গড়ল নেপালি পবর্তারোহীরা
-
‘কোভিডের শেষের শুরু’, টিকা নিচ্ছে ভারত
-
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: জীবিতদের খোঁজে তল্লাশি অব্যাহত
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল-মেহেদি
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- তামিম-সাকিবের ব্যাটে রান