ব্রেক্সিট ভোট: দ্বিধায় থাকা ভোটাররাই নিয়ামক
সৈয়দ নাহাস পাশা, যুক্তরাজ্য প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2016 09:57 AM BdST Updated: 23 Jun 2016 10:25 PM BdST
-
এই ভোটেই নির্ধারিত হবে যুক্তরাজ্য ইইউতে থাকবে কি, থাকবে না
-
.
-
.
-
.
-
.
ইইউতে থাকা না থাকা নিয়ে ভোট দিচ্ছেন যুক্তরাজ্যের সাড়ে চার কোটি ভোটার, যার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।
Related Stories
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় এই ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে রাত ১০টা পর্যন্ত। শুক্রবার সকাল (বাংলাদেশ সময় বিকাল) নাগাদ ফল আশা করা হচ্ছে।
জাতির ভবিষ্যৎ নির্ধারণ প্রশ্নে এমন দ্বিধায় আর কখনও ভুগতে দেখা যায়নি যুক্তরাজ্যবাসীদের। বিভিন্ন জনমত জরিপের ফল বলছে, দুই পক্ষই সমান-সমান অবস্থায় রয়েছে।
তবে সর্বশেষ জনমত জরিপে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ১০ শতাংশ বেশি সমর্থন এসেছে বলে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।
‘ইইউতে থাক’ আর ‘ইইউ ছাড়’- দুই পক্ষের প্রচারের ডামাডোলেও কিছু ভোটার এখনও দ্বিধায় রয়েছেন বলে সব জরিপেই উঠে এসেছে। ডেইলি মেইলের এক জরিপে দেখা গেছে, এই হার ১১ শতাংশ।
দ্বিধায় থাকা এই ভোটাররাই জয়-পরাজয় নির্ধারণের নিয়ামক হবেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
>> মোট ভোটার- ৪ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৫৩৭
>> ভোট কেন্দ্র- ৪০ হাজারটি
>> ভোট গণনা কেন্দ্র- ৩৮২টি
>> ফল ঘোষণা- ১২টি আঞ্চলিক কেন্দ্র থেকে
>> পূর্ণাঙ্গ ফল ঘোষণা- ম্যানচেস্টার টাউন হল থেকে
যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ, আইরিশ ও কমনওয়েলথ নাগরিকদের মধ্যে যাদের বয়স ১৮ বা তার বেশি এবং বিদেশে অবস্থানরত যুক্তরাজ্যের যেসব নাগরিকের নাম অন্তত ১৫ বছর ধরে ভোটার তালিকায় আছে- তারা এই গণভোটে অংশ নিতে পারবেন।
বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষের ব্যাপক প্রচার থাকলেও কত সংখ্যক ভোটার ভোট দিতে কেন্দ্রে যাবেন, তার উপরও ফলাফল অনেকটাই নির্ভর করছে।
৪১ বছর আগে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটিতে (ইইসি) যোগ দেওয়ার প্রশ্নে গণভোটে ৬৭ শতাংশ পক্ষে ভোট দিয়েছিল। ইইসিই পরে ইউরোপীয় ইউনিয়ন-ইইউতে রূপ নেয়।
কত শতাংশ ভোটার ভোট দিতে যাচ্ছেন, তার কোনো আভাস পাওয়া যায়নি। বুথফেরত জরিপেও স্পষ্ট কোনো ধারণা মিলবে না বলে মনে করা হচ্ছে।
সেক্ষেত্রে ফল পাওয়ার জন্য শুক্রবার সকাল নাগাদ ম্যানচেস্টার টাউন হলের ঘোষণার দিকে তাকিয়ে থাকতে হবে।
সারাদেশের ৪০ হাজার ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হবে ৩৮২টি কেন্দ্রে। সেখানে গণনার পর ১২টি আঞ্চলিক কেন্দ্র থেকে আঞ্চলিক ফল ঘোষণা হবে। সবগুলো সমন্বয় করে চূড়ান্ত ফল হবে ম্যানচেস্টার থেকে।

ইইউতে থাকার পক্ষে প্রচার

এই প্রচার ইইউ ছাড়ার
২৮ জাতির ইইউ জোটের সঙ্গে চার দশকের সম্পর্ক ছিন্ন করে নতুন পথে হাঁটার প্রশ্নে যুক্তরাজ্যের এই গণভোটকে সংক্ষেপে বলা হচ্ছে ‘ব্রেক্সিট’।
ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে যারা প্রচার চালাচ্ছেন, তাদের আলোচনার কেন্দ্রে রয়েছে অভিবাসনের বিষয়টি। আর যারা ইইউতে থাকার পক্ষে বলছেন, তাদের প্রচারের ভিত্তি হল অর্থনীতি।
‘ভোট লিভ’ এর প্রচারকরা অভিবাসীদের ব্রিটেনে আসা বন্ধ করতে চায়। বিশেষ করে ইউরোপ থেকে কেউ যাতে অবাধে যুক্তরাজ্যে এসে বসবাস করতে না পারে, সে দিকেই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তারা।
অন্যদিকে ‘রিমেইন গ্রুপ’ বলছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এলে ৫০ কোটি মানুষের বাজার হারাবে ব্রিটেন। তাতে অর্থনীতিতে আবার ‘ধস’ নামবে, যা এক যুগেও কাটিয়ে ওঠা যাবে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দিলে তা হবে ‘একটি বিরাট ভুল’ এবং তা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।
বিরোধী লেবার পার্টির নেতারাও ইইউতে থাকার পক্ষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে আসছেন। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকও রয়েছেন।
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, সাবেক দুই উপ প্রধানমন্ত্রী মাইকেল হেজেলটাইন ও নিক ক্লেইগও সানডে অবজারভারে প্রকাশিত এক যৌথ চিঠিতে ইইউতে থাকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ইইউ ত্যাগের পক্ষের অন্যতম নেতা কনজারভেটিভ পার্টির মাইকেল গোভ প্রধানমন্ত্রীর আশঙ্কা নাকচ করে জনগণকে বলছেন, ‘ভোট ফর হোপ’।
‘ভোট লিভ’ পক্ষের অন্যতম নেতা ইউনাইটে কিংডম ইনডিপেনডেন্স পার্টির নাইজেল ফারাজ এমন কথাও বলেছেন যে, গণভোটের রায় ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে গেলে অভিবাসীদের মাধ্যমে ব্রিটিশ নারীদের ‘যৌন নিপীড়ন বাড়বে’।

ক্যামেরানের জন্য এই গণভোট বড় চ্যালেঞ্জ

নাইজেল ফারাজ, ইইউ ছাড়ার বড় প্রচারক
যুক্তরাজ্যকে ইউরোপীয় জোট থেকে বের করে আনার লক্ষ্যে কিছু ডানপন্থি রাজনীতিবিদের উদ্যোগে ১৯৯১ সালে গঠিত হয় ইউকে ইনডিপেনডেন্স পার্টি।
ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠা দলটি ২০১৩ সালে স্থানীয় কাউন্সিল নির্বাচনে সাফল্য পায় এবং প্রতিনিধিত্বের বিচারে যুক্তরাজ্যের চতুর্থ শক্তিশালী দলে পরিণত হয়।
ইনডিপেনডেন্স পার্টির এই উত্থান কনজারভেটিভ পার্টির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে ২০১৫ সালের সাধারণ নির্বাচনের আগে অনেকটা চাপের মুখেই ইইউ প্রশ্নে গণভোটের প্রতিশ্রুতি দিতে বাধ্য হন কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরন, যদিও তিনি নিজে এখন ব্রেক্সিটের বিরোধিতা করছেন।
পর্যবেক্ষকরা বলছেন, ডেভিড ক্যামেরনের রাজনৈতিক জীবনে এটাই সম্ভবত ‘সবচেয়ে বড় জুয়া’। ২৩ জুনের ভোটের ওপর তার এবং তার দলের অনেক কিছুই নির্ভর করছে।
বিশ্লেষকরা বলছেন, গণভোটের ফল যাই হোক, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাক বা না থাক, এই ভোটের প্রভাব হবে সুদূরপ্রসারী। ব্রিটেনের আগামী প্রজন্ম, আগামী দিনের রাজনীতিও হয়ত পাল্টে দেবে এই ভোট।
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
মিয়ানমারে রক্তাক্ত দিন পেরিয়ে ফের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ
-
ভারতে মিয়ানমারের ১৯ পুলিশের আশ্রয় প্রার্থনা
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
-
বাকিংহাম প্যালেস ‘মিথ্যা জিইয়ে রাখছে’, অভিযোগ মেগানের
-
মিয়ানমারে বিক্ষোভে ফের পুলিশের গুলি, নিহত ১
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা