নাইজারে ‘বোকো হারাম’ জঙ্গিদের হামলায় নিহত ৬

নাইজারের দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে এক হামলায় ছয়জন নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 21 May 2016, 07:38 AM
Updated : 21 May 2016, 07:38 AM

শুক্রবার এ হামলাটি বোকো হারাম জঙ্গিরা চালিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিহত ছয়জন গুলিতে অথবা জীবন্ত দগ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

এ ছাড়া হামলায় আহত আরো সাতজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

হামলার পর জঙ্গিরা ১০টি বাড়ি, একটি বাজার পুড়িয়ে দেয় এবং কিছু গবাদিপশু ও দুটি গাড়ি ছিনতাই করে নিয়ে ‍যায়।

ঘটনাস্থল বোসো গ্রামের এক শিক্ষক জানান, হামলাকারীরা সবাই বয়সে তরুণ এবং তারা ঘোড়ায় ও উটে চেপে এবং পায়ে হেঁটে গ্রামটিতে প্রবেশ করে। যাওয়ার সময় দুটি পিকআপ ট্রাকে খাবার ভর্তি করে নিয়ে যায়।

বোসোর গ্রাম প্রধান মামাদৌ বাকো জানিয়েছেন, পুড়ে যাওয়া বাড়িগুলোর ধ্বংসস্তূপে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে। এতে আরো  লাশ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় দিফা এলাকায় অনেক শরণার্থী আশ্রয় নিয়ে আছেন। এদের অনেকেই অন্যান্য এলাকায় চালানো বোকো হারামের হামলা থেকে পালিয়ে এসেছেন। এর আগেও এখানে চালানো বেশ কয়েকটি হামলার জন্য বোকো হারামকে দায়ী করা হয়েছে।

জঙ্গিগোষ্ঠীটি প্রধানত নাইজারের সীমান্তের ওপারে প্রতিবেশী দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তৎপরতা চালিয়ে থাকে।