যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ২০ বছরের বেশি সময়ের মধ্যে আর কখনোই দাবানলের ধোঁয়ায় এভাবে আচ্ছাদিত হয়নি।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে হোয়াইট হাউজের পশ্চিম পাশের একটি নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে। প্রেসিডেন্ট বারাক ওবামা এ সময় হোয়াইট হাউজে না থাকলেও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে ছিলেন বলে বিবিসি জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, সিক্রেট সার্ভিসের এক সদস্য ওই নিরাপত্তা চৌকিতে অস্ত্রধারী একজনকে গুলি করেন।
গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এ ঘটনার পর কিছুক্ষণের জন্য হোয়াইট হাউজে মানুষের যাতায়াত বন্ধ করা হয়।
প্রেসিডেন্ট বারাক ওবামা এ সময় মেরিল্যান্ডে গলফ খেলায় ছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
এ ঘটনায় হোয়াইট হাউজের কেউ হতাহত হয়নি বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।