ফ্রান্সে হামলার সন্দেহভাজন আব্দেস্লামের বিচার ‍শুরু

ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে আটক সালাহ আব্দেস্লামকে মামলার শুনানির জন্য শুক্রবার প্রথম প্যারিসের একটি আদালতে হাজির করা হয়েছে। তবে এদিন আদালতে তিনি কোনও প্রশ্নেরই জবাব দেননি।

>>রয়টার্স
Published : 20 May 2016, 04:25 PM
Updated : 20 May 2016, 04:25 PM

গত বছর ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হয়।

ওই দিন আব্দেস্লামেরও আত্মঘাতী হামলা চালানোর কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে তিনি হামলা না চালানোর সিদ্ধান্ত নেন বলে গণমাধ্যমের কাছে দাবি করেন তার এক ভাই।

তদন্ত কর্মকর্তাদের ধারণা, খুব সম্ভবত প্যারিসে হামলাকারী দশম ব্যক্তি ছিলেন আব্দেস্লাম। যিনি হামলাকারীদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি।

ওই হামলার পর পুলিশ প্যারিসের উপকণ্ঠে একটি পরিত্যক্ত বিস্ফোরক বেল্ট খুঁজে পেয়েছিল। প্যারিসে হামলার পেছনে বড় ভূমিকা ছিল সন্দেহে তখন থেকেই আব্দেস্লামকে খোঁজা হচ্ছিল। ইউরোপের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল তার নাম।

এ বছর ১৮ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে  গ্রেপ্তার হন আব্দেস্লাম। ২৭ এপ্রিল তাকে ফরাসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কঠোর নিরাপত্তা প্রহরায় শুক্রবার শহরের বাইরের একটি কারাগার থেকে আব্দেস্লামকে সেন্ট্রাল প্যারিস আদালতে হাজির করা হয়। কিন্তু তিনি কথা বলতে অস্বীকৃতি জানানোর পর এদিন শুনানি কার্যক্রম খুব বেশি সময় চলেনি।

এক বার্তায় কৌঁসুলির কার্যালয়ের পক্ষ থেকে রয়টার্সকে বলা হয়, “অভিযুক্ত ব্যক্তি শুরু থেকেই পরিষ্কার ভাবে নিজের চুপ থাকার অধিকার কাজে লাগিয়েছে এবং বিচারকদের সামনে কোনো ধরনের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে।”