নাইজেরিয়ায় চিবোক নারীদের আরেকজন উদ্ধার

নাইজেরিয়ার চিবোক শহরের একটি স্কুল থেকে দুই বছর আগে অপহৃত দুই শতাধিক ছাত্রীর আরও একজনকে খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছে সেনাবাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 03:28 PM
Updated : 20 May 2016, 03:28 PM

বলা হয়েছে, বৃহস্পতিবার সারাহ লুকা নামের ওই মেয়েটিকে উদ্ধার করা হয়। সম্ভবত তার বাবার নাম পাস্তর লুকা।

এর আগে মঙ্গলবার ক্যামেরুন সীমান্তবর্তী সামবিসা বনে থেকে আমিনা আলি নামে এক ছাত্রীকে খুঁজে পায় স্থানীয় ব্যক্তিদের নিয়ে গঠিত নিরাপত্তা বাহিনী সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্স (জেটিএফ)।

জেটিএফ’র একজন যোদ্ধা আমিনাকে চিনতে পারে বলে বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়।চিবোকের দক্ষিণের এমবালালা শহরে আমিনার বাড়ি।

যদিও নিখোঁজ হয়ে যাওয়া ওই ছাত্রীদের অভিভাবকেরা সেনাবাহিনীর উদ্ধার করা মেয়েটি অপহরণের শিকার ছাত্রীদের একজন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

কারণ, সেনাবাহিনী উদ্ধার হওয়া মেয়েটির যে নাম প্রকাশ করেছে তা অপহরণের শিকার ছাত্রীদের নামের তালিকার সঙ্গে মেলে না।

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “উদ্ধার পাওয়া মেয়েটির নাম সারাহ লুকা। সেনারা বৃহস্পতিবার দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে ৯৭ জন নারী ও শিশুদের একটি দলকে উদ্ধার করে, যাদের মধ্যে সারাহ একজন।”

২০১৪ সালের এপ্রিলে জঙ্গি দল বোকো হারাম চিবোকের উত্তর-পূর্বাঞ্চলের একটি সরকারি মাধ্যমিক স্কুলে হানা দিয়ে সেখানে থাকা ২৭৬ জন ছাত্রীকে একটি লরিতে তুলে নিয়ে যায়।

নিয়ে যাওয়ার সময় অর্ধশতাধিক ছাত্রী লরি থেকে লাফিয়ে পড়ে পালাতে সক্ষম হলেও তখন থেকেই ২১৯ জন ছাত্রী নিখোঁজ রয়েছে।

এ ঘটনা আন্তর্জাতিক বিশ্বকে প্রচণ্ডভাবে নাড়া দিলেও তাদের কোনও সন্ধান বের করতে পারেনি নাইজেরিয়া সরকার।

দুই বছরের বেশি সময় পর মঙ্গলবার প্রথম অপহরণের শিকার হওয়া কোনো ছাত্রীকে খুঁজে পাওয়া যায়।

আমিনা চিবোকের স্থানীয় একজন নেতাকে বলেছেন, অপহৃত ছাত্রীদের মধ্যে ছয় জন মারা গেছে। বাকিরা সামবিসা বনে ছড়িয়ে ছিটিয়ে আছে।

বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সঙ্গে দেখা করতে ১৯ বছর বয়সী আমিনা রাজধানী আবুজাতে গেছে।

আমিনার সঙ্গে সাক্ষাতের পর বুহারি বলেন, “আমিনা ফিরে আসায় এবং আবারো লেখাপড়া শুরু করতে চায় শুনে আমি দারুণ আনন্দিত।”

“কিন্তু নিজের জীবনের শুরুতেই এই তরুণীকে যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তা ভেবে আমার মন নিদারুণ বেদনাচ্ছন্ন।”

চারমাস বয়সী একটি শিশুসহ আমিনাকে সামিবিসা বনে খুঁজে পাওয়া যায়। তার সঙ্গে একজন পুরুষও ছিল। যিনি নিজেকে আমিনার স্বামী বলে দাবি করেছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি বোকো হারামের সদস্য ছিল।