মারাত্মক এই মাদক মিয়ানমার হয়ে নতুন রুটে বাংলাদেশ এবং ভারতের ভেতর দিয়েও পাচার হচ্ছে।
নেতানিয়াহু কট্টরপন্থি এভিগডর লিবারম্যানকে প্রতিরক্ষামন্ত্রী করার প্রস্তাব দেওয়ার পরই সরে গেলেন ইয়ালন। নেতানিয়াহুর আমলে চরমপন্থিদের উত্থান ঘটার ব্যাপারেও সতর্ক করেছেন তিনি।
টুইটারে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে ইয়ালন বলেছেন, “প্রধানমন্ত্রীর আচরণ, সাম্প্রতিক ঘটনাবলী এবং তার প্রতি আস্থার অভাবের পরিপ্রেক্ষিতে আমি তাকে জানিয়েছি যে, আমি সরকার ও পার্লামেন্ট থেকে পদত্যাগ করছি এবং রাজনৈতিক জীবন থেকে বিরতি নিচ্ছি।”
ইয়ালনের পদত্যাগে পার্লামেন্টে নেতানিয়াহুর এক আসনের সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা জোরদার হল।
নেতানিয়াহুর প্রস্তাবিত প্রতিরক্ষামন্ত্রী এভিগডর লিবারম্যানের উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং ফিলিস্তিনিদের প্রতি আগ্রাসী মনোভাবের ইতিহাস আছে। তার সঙ্গে ছয় আসনের ইসরায়েল বেইতেইনু পার্টি কোয়ালিশন সরকারে যোগ দিলে ইসরায়েলের ইতিহাসে এটিই হবে সবচে ডানপন্থি জোট।