বেলজিয়ামের ব্রাসেলসের কাছে ইয়াবেনতেম বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে নিহতদের অনেকেরই পা মারাত্মকভাবে জখম হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মী।
Published : 22 Mar 2016, 08:16 PM
বিমানবন্দরের লাগেজ নিরাপত্তা বিভাগের কর্মী আলফন্সে ইউলা বলেন, “আমি ঘটনাস্থল থেকে পাঁচটি মৃতদেহ বের করে আনতে সাহায্য করেছি, তাদের পা খন্ড-বিখন্ড হয়ে গিয়েছে। খুব সম্ভবত কাছাকাছি কোনো লাগেজের ভেতরে বোমা ছিল।”
স্থানীয় গণমাধ্যম ভিআরটি-র খবরে বলা হয়, বিমানবন্দরে হামলায় ৮১ জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই পায়ে আঘাত পেয়েছে। সম্ভবত একটি বোমা মেঝেতে থাকা কোনো ব্যাগে ছিল।
ফেডারেল প্রসিকিউটরের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়, বিমানবন্দরে জোড়া বোমা হামলার একটি খুব সম্ভবত আত্মঘাতী ছিল।
হামলায় অন্তত ১১ জন নিহত এবং ৮১ জন আহত হয়েছে।
বিমানবন্দরে হামলার ঘণ্টা খানেকের মাথায় ব্রাসেলসের মালবিক মেট্রো স্টেশনে অবস্থান করা একটি ট্রেনে বোমা বিস্ফোরণে আরও অন্তত ২০ জন নিহত হয়েছে।