আমি আত্মঘাতী বোমা হামলাকারী ছিলাম: আব্দেস্লাম
>> রয়টার্স
Published: 20 Mar 2016 01:32 PM BdST Updated: 20 Mar 2016 01:32 PM BdST
প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলার জীবিত প্রধান সন্দেহভাজন সালাহ আব্দেস্লাম ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী জঙ্গিদের সঙ্গে একটি স্টেডিয়ামে নিজেকেও উড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু শেষ মূহুর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন।
শনিবার বেলজিয়াম ও ফরাসি তদন্তকারীদের তিনি এমন কথা জানিয়েছেন।
শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মলেনবেক এলাকায় অভিযান চালিয়ে আব্দেস্লামকে গ্রেপ্তার করে বেলজীয় পুলিশ। প্যারিস হামলার পর চারমাস ধরে ব্যাপক খোঁজাখুঁজি শেষে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন ইউরোপের শীর্ষ এই ফেরারি।
“স্তাতে দে ফ্রাঁসে (স্টেডিয়াম) সে নিজেকে উড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু পিছিয়ে আসে,” একজন ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া আব্দেস্লামের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে বলেন ফরাসি তদন্তকারী দল প্রধান ফ্রাঁসোয়া মোলিন্স।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ২৬ বছর বয়সী ফরাসি নাগরিক আব্দেস্লামকে কড়া নিরাপত্তায় ব্রুজাস কারাগারে রাখা হয়।
প্যারিসের ওই ফুটবল স্টেডিয়ামসহ কয়েকটি বারে ও একটি কনসার্ট হলে ১৩ নভেম্বর আত্মঘাতী জঙ্গিদের চালানো ওই বোমা ও বন্দুক হামলায় ১৩০ জন নিহত হন।
আব্দেস্লামের আইনজীবী জানান, হামলা চলাকালে প্যারিসে অবস্থানের কথা স্বীকার করেছেন তার মক্কেল তবে বিস্তারিত কিছু জানাননি।
ব্রাসেলসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা মরক্বোর অভিবাসী আব্দেস্লাম তদন্তকারীদের সঙ্গে সহযোগীতা করছেন জানিয়ে তার আইনজীবী বলেন, “ফ্রান্সের কাছে হস্তান্তরের বিরুদ্ধে আইনি লড়াই করে যাবেন উনি।”
তার প্রচেষ্টা স্বার্থক হবে না বলেই ধারণা আইন বিশেষজ্ঞদের, তবে এতে তিনি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় পেতে পারেন।
বেলজীয় সরকারি আইনজীবীরা আব্দেস্লাম ও তার সঙ্গে গ্রেপ্তার মনির আহমেদ আলাজের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হত্যাকাণ্ডে অংশগ্রহণের’ অভিযোগ এনেছেন।
আব্দেস্লামের বড় ভাই ব্রাহিম প্যারিস হামলার সময় আত্মঘাতী বোমা হামলায় নিজেকে উড়িয়ে দিয়েছেন। ছোট ভাইয়েরও আত্মঘাতী হামলায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি নিজের আত্মঘাতী হামলায় ব্যবহৃত পোশাক প্যারিসের রাস্তায় ফেলে পালিয়ে যান।
পরে পুলিশ রাস্তা থেকে ওই ‘সুসাইড ভেস্ট’টি উদ্ধার করে।
-
মিয়ানমারে বিক্ষোভে ফের পুলিশের গুলি, নিহত ১
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
মিয়ানমারে রক্তাক্ত দিন পেরিয়ে ফের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ
-
ভারতে মিয়ানমারের ১৯ পুলিশের আশ্রয় প্রার্থনা
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
-
মিয়ানমারে বিক্ষোভে ফের পুলিশের গুলি, নিহত ১
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা