ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৫

তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2016, 12:08 PM
Updated : 19 March 2016, 04:03 PM

এ বছর এটা তুরস্কে চতুর্থ বোমা হামলার ঘটনা।

স্থানীয় গভর্নরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়,শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে (জিএমটি ০৯:০০) ইস্তাম্বুলের ইস্তিকলাল স্ট্রিটে জনাকীর্ণ একটি বাজারে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় হামলাকারী ছাড়াও আরো চারজন নিহত হয়েছে।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

তবে তুরস্কের দুই কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রাথমিক তদন্তে এই হামলার সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) অথবা ইসলামিক স্টেটের (আইএস) জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

অন্য একজন কর্মকর্তা বলেন, হামলাকারী আরো ভিড়ের মধ্যে বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, “পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে হামলাকারী লক্ষ্যস্থানে পৌঁছানোর আগেই বোমা বিস্ফোরণ ঘটায়।”

স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মুয়েজ্জিনলু হামলায় ৩৬ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

আহতদের মধ্যে ১২ জন বিদেশি নাগরিক।

তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলার পর আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

ইস্তাম্বুলে হামলায় তাদের একাধিক নাগরিক আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।

অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠায় সম্প্রতি তুরস্কে বোমা হামলার ঘটনা বেড়ে গেছে।

গত রোববার তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়িবোমা হামলায় ৩৭ জন নিহত হয়।

গতমাসে আঙ্কারায় সেনাবাহিনীর একটি গাড়িবহরে বোমা হামলায় ২৮ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়।

এর আগে গতবছর অক্টোবরে আঙ্কারায় কুর্দিদের শান্তি সমাবেশে জোড়া আত্মঘাতী বোমা হামলায় একশ’র বেশি মানুষের প্রাণ যায়।

ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি জঙ্গিরা এই হামলাগুলোর দায় স্বীকার করেছে।