প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন গ্রেপ্তার
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2016 11:21 AM BdST Updated: 19 Mar 2016 12:05 PM BdST
-
প্যারিস হামলার অন্যতম হোতা সন্দেহভাজন সালাহ আব্দেস্লাম। ফাইলছবি: রয়টার্স
-
ব্রাসেলসে প্যারিস হামলার অন্যতম হোতা সন্দেহভাজন সালাহ আব্দেস্লামকে ধরতে পুলিশের অভিযান। ছবি: রয়টার্স
-
ব্রাসেলসে প্যারিস হামলার অন্যতম হোতা সন্দেহভাজন সালাহ আব্দেস্লামকে ধরতে পুলিশের অভিযান। ছবি: রয়টার্স
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক নাটকীয় অভিযানে প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেস্লাম আহত অবস্থায় গ্রেপ্তার হয়েছেন।
নভেম্বরে প্যারিসে জঙ্গি হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যা করার চারমাস পর আব্দেস্লামকে গ্রেপ্তার করা সম্ভব হল বলে জানিয়েছে বিবিসি ও রয়টার্স।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।
অভিযানে ফেরারির তালিকায় থাকা অপর একজন মনির আহমেদ আলাজও গ্রেপ্তার হয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন বেলজীয় সরকারি আইনজীবীরা। আমিন চৌকরি ছদ্মনাম নিয়ে পালিয়ে ছিলেন আলাজ। গোলাগুলিতে তিনিও আহত হয়েছেন।
দুই ফেরারির পাশাপশি আব্দেস্লামকে আশ্রয় দেওয়া পরিবারের সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে।
ইউরোপের ‘মোস্ট ওয়ান্টেড’ ফেরারি আব্দেস্লামকে গোলাগুলির পর আটক করতে সক্ষম হন প্যারিস হামলার তদন্তকারী কর্তৃপক্ষ। আহত ২৬ বছর বয়সী আব্দেস্লামের পায়ে গুলি লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দকে পাশে নিয়ে বেলজীয় প্রধানমন্ত্রী চার্লস মিচেল আব্দেস্লামকে গ্রেপ্তারের কথা ঘোষণা করেন।

ব্রাসেলসে প্যারিস হামলার অন্যতম হোতা সন্দেহভাজন সালাহ আব্দেস্লামকে ধরতে পুলিশের অভিযান। ছবি: রয়টার্স
মিচেল বলেন, “গণতন্ত্রের লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ ফল।”
তিনি জানান, এ সাফল্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বেলজীয় ও ফরাসি নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট অলন্দ বলেন, তিনি আশা করছেন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ আব্দেস্লামকে ফ্রান্সের হাতে তুলে দেওয়া হবে।
এক বেলজীয় মন্ত্রী ট্যুইটারে প্রথম সংবাদটি প্রকাশ করে লেখেন, “আমরা ওকে পেয়েছি।”
তিন দিন আগে মঙ্গলবার ব্রাসেলসের ফরেস্ট এলাকার একটি ফ্ল্যাটে অভিযানকালে আব্দেস্লামের আঙ্গুলের ছাপ ও পাসপোর্ট পান তদন্তকারীরা। এর পরপরই আব্দেস্লামের লুকিয়ে থাকা এলাকা মলেনব্লেকে অভিযানের পরিকল্পনা করা হয়।
পুলিশ আব্দেস্লামের হদিস পেয়েছে, গণমাধ্যমে এমন খবর ফাঁস হয়ে যাওয়ার পর তড়িঘরি করে অভিযানটি চালানো হয়।

ব্রাসেলসে প্যারিস হামলার অন্যতম হোতা সন্দেহভাজন সালাহ আব্দেস্লামকে ধরতে পুলিশের অভিযান। ছবি: রয়টার্স
ব্রাসেলস শহরের কেন্দ্র থেকে মাত্র এক মাইল দূরে মলেনব্লেকের একটি সাধারণ বাড়িতে আব্দেস্লামকে খুঁজে পাওয়া যায়। অভিযানের সময় আশপাশের বাড়িঘরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত তারা তখনো বাসায় ফেরার অপেক্ষায় ছিলেন।
আব্দেস্লামের গ্রেপ্তারের সময়টিকে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে উল্লেখ করে এটিই ‘চূড়ান্ত উপসংহার’ নয় বলে মন্তব্য করেছেন অলন্দ।
তিনি বলেন, “এইসব হামলা যারা অনুমোদন, সংগঠন ও সহায়তা করেছেন তাদের সবাইকে ধরতে হবে।
প্রাথমিকভাবে আমরা যা ভেবেছি তাদের সংখ্যা তার চেয়েও অনেক বেশি, এদের সবাইকে শনাক্ত করা হয়েছে।”
ব্যাপক গোয়েন্দা তৎপরতার পর এই অভিযান সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মিচেল।
তদন্ত ‘দিনরাত’ অব্যাহত থাকবে জানিয়ে সরকারি আইনজীবীরা বলেছেন, আটক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
মিয়ানমারে রক্তাক্ত দিন পেরিয়ে ফের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ
-
ভারতে মিয়ানমারের ১৯ পুলিশের আশ্রয় প্রার্থনা
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
-
বাকিংহাম প্যালেস ‘মিথ্যা জিইয়ে রাখছে’, অভিযোগ মেগানের
-
মিয়ানমারে বিক্ষোভে ফের পুলিশের গুলি, নিহত ১
-
ফিলিস্তিনে আইসিসির তদন্তের বিরুদ্ধেই থাকবে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকে আশ্বাস কমলার
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের চালান আটকে দিল ইতালি
-
নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ