হস্তান্তর প্রক্রিয়া শুরু, যুক্তরাষ্ট্রের বিচারের মুখে গুজমান

মেক্সিকো সরকার মাদকসম্রাট হোয়াকিন গুজমানকে বিচারের জন্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে হস্তান্তর প্রক্রিয়া শুরু করছে বলে জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2016, 03:39 PM
Updated : 11 Jan 2016, 03:45 PM

রোববার মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক পুলিশ (ইন্টারপোল) দুইটি বহিঃসমর্পণ পরোয়ানা জারি করেছে। এর মাধ্যমে সীমান্ত দিয়ে হাজার হাজার টন মাদক পাচারের অভিযোগে গুজমানের যুক্তরাষ্ট্রের আদালতের মুখোমুখি হওয়ার প্রক্রিয়া শুরু হল।

গত বছর জুলাইয়ে মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত কারাগার আল্টিপ্লানো থেকে দ্বিতীয়বারের মত পালান ‘এল চ্যাপো’ নামে পরিচিত গুজমান। প্রায় ছয়মাস পর শুক্রবার তাকে আবারও আটক করে পুলিশ।

মেক্সিকো নিয়মিতই কুখ্যাত মাদক চোরাকারবারীদের বিদেশে হস্তান্তর করে।

কিন্তু ২০১৪ সালের ফেব্রুয়ারিতে গুজমানকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করার পর বিষয়টি মেক্সিকো সরকারের জাতীয় সম্মানের বিষয় হয়ে দাঁড়ানোয় তাকে হস্তান্তর করা হয়নি।

১৯৯৩ সালে প্রথমবার গুজমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ২০০১ সালে জেল ভেঙে পালান তিনি।

শুক্রবার গ্রেপ্তারের পর গুজমানকে আল্টিপ্লানো কারাগারেই রাখা হয়েছে। কিন্তু আবারও পালিয়ে যাওয়ার আশঙ্কা থেকে মেক্সিকো সরকার তাকে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চাইছে।

গুজমানের আইনজীবীরা তাকে হস্তান্তর প্রক্রিয়া ঠেকানোর চেষ্টা করছেন।